কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলির কর্মীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাছাড়া board স্তর এবং বোর্ড স্তরে নিচের স্তরের কর্মকর্তা এবং অসামরিক সুপারভাইজাররাও নতুন এই নিয়মের ফলে উপকৃত হবেন।
সংশোধন করা হবে মহার্ঘ ভাতার হার। বর্তমানে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ গুলি ১৯৮৭ এবং ১৯৯৩ এর নিয়ম অনুযায়ী IDA বেতন স্কেল পান। এজন্য কর্মচারীদের বেতন বাড়ানো হবে। মহার্ঘ ভাতার হার সংশোধনের ফলে উপকৃত হবেন অনেক স্তরের কর্মীরা। কেন্দ্রের খবর অনুযায়ী ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে বর্ধিত মহার্ঘ ভাতা গণনা করা হবে।
তাছাড়া খুব শীঘ্রই সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। বিশেষজ্ঞরা আশা করছেন যে আর কিছুদিনের মধ্যেই মহার্ঘ ভাতার পরিমাণ চার শতাংশ বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এমন ভাবে আগামী বছরের শুরুতেও ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের Dearness Allowance এর পরিমাণ হবে ৫০ শতাংশ। যা তাদের মূল বেতনের অর্ধেক হবে।
২০১৬ সালের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা যখন ৫০ শতাংশ হবে, তখন সেই মহার্ঘ ভাতার অর্থ বেসিক বেতনের সাথে জুড়ে গিয়ে মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে যাবে শূন্য শতাংশ। তারপর থেকে আবার মহার্ঘ ভাতার পরিমাণ 1% থেকে গণনা করা হবে।