খুব শীঘ্রই বড় একটি সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা(Central Government Employees)। বর্তমানে যদিও তারা জুলাই মাসের মহার্ঘভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। এর আগে কেন্দ্র সরকার ২০২৩ সালের মার্চ মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 38% হারে মহার্ঘ ভাতা(Dearness Allowance) পেতেন। মার্চ মাসে মহার্ঘ ভাতা(DA) বাড়ানো হয় 4%। বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা 42 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।
জুলাই মাসে পুনরায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এবারে তিন থেকে চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়বে বলে জানা যাচ্ছে বিভিন্ন খবর অনুযায়ী।
যে হারে মুদ্রাস্মৃতি হচ্ছে তাতে করে দৈনন্দিন জীবনযাপন চালাতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ভারতবাসীকে। এই অবস্থায় সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর অনেকটাই স্বস্তিতে ফেলবে সাধারণ মানুষকে। বিভিন্ন সূত্র অনুযায়ী, এক দুই মাসের মধ্যেই মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর জানানো হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। নতুন বর্ধিত হলে মহার্ঘ ভাতা লাগু হবে জুলাই মাস থেকে।
পুনরায় মহার্ঘ ভাতা বাড়ানো হবে আগামী বছরের শুরুতেই। বর্তমানে যদি চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন 46 শতাংশ হারে। আগামী বছরের শুরুতে যদি চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন যা তাদের মূল বেতনের প্রায় অর্ধেক হবে।
সেই অপেক্ষা আর কিছুদিনের। ইতিমধ্যেই লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজ্যের তরফ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। খুব শীঘ্রই যে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা বড় সুখবর পেতে চলেছেন তা বলার অপেক্ষায় রাখেনা।