সরকারি কর্মচারীদের জন্য রয়েছে একটি দারুন খবর। দোল পূর্ণিমার আগেই কেন্দ্রের তরফে সরকারি কর্মচারীরা পেতে পারেন বড়ো উপহার। মহার্ঘ্য ভাতা (DA) বাড়তে পারে ৩ শতাংশ। (Central Government Employees DA Hike)
সম্প্রতি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023-24)। মধ্যবিত্তদের জন্য Tax ছাড় দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামণ। ৭ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনে দেওয়া লাগবে না কোনরকম ইনকাম ট্যাক্স। তবে বাজেটে সরাসরি সরকারি কর্মচারীদের জন্য কোনরকম সুযোগ সুবিধার কথা উল্লেখ করা হয়নি। তবে সরকারি কর্মচারীদের মন জয় করার জন্য কেন্দ্রের তরফে হোলি উৎসব এর আগেই হতে পারে বড় ঘোষনা।
কেন্দ্রের তরফে DA বাড়ানো হলে উপকৃত হবেন ৬৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৪৮ লক্ষ পেনশনভোগী। সম্ভবত আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত ঘোষনা করা হতে পারে।
মহার্ঘ্য ভাতা নির্ভর করে মূল্যবৃদ্ধির হার এর ওপর। পরিসংখ্যান অনুযায়ী মূল্যবৃদ্ধির হার অনেকটা কমে গেছে। তাই প্রত্যাশার তুলনায় DA বৃদ্ধির হার কম হতে পারে।
AICPI সূচক গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ক্রমাগত বেড়ে চলছিল, তবে ডিসেম্বর মাসে AICPI সূচক বৃদ্ধি থেকে যায়। এবছরের শুরুতেই কেন্দ্রীয় মহার্ঘ্য ভাতা বাড়ানোর কথা ছিল। আগে ভাবা হচ্ছিল কেন্দ্রীয় DA 4% বাড়তে পারে। তবে এবার শোনা যাচ্ছে যে দোল উৎসব এর আগে DA বাড়তে পারে ৩% !
বছরে দুবার বাড়ানো হয় মহার্ঘ্য ভাতার পরিমাণ। গতবছর জুলাইতে 4% বাড়ানো হয়েছিল মহার্ঘ ভাতা এবং দুর্গাপুজোর আগে আরো একবার বাড়ানো হয়েছিল মহার্ঘ ভাতার পরিমাণ। সব মিলিয়ে বর্তমানে কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারীরা 38% হারে মহার্ঘ ভাতা পান। তিন শতাংশ বাড়লে এবার থেকে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন ৪১ শতাংশ হারে।
মার্চ মাসের শুরুতে অর্থাৎ প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহার্ঘভাতা বৃদ্ধির প্রস্তাবে সীলমোহর দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।