HomeJob updatesরাজ্যের কটন কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের কটন কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি Public Sector হলো The Cotton Corporation of India Limited এবং সম্প্রতি এখানে প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিনএই প্রতিবেদনের মাধ্যমে। (CCI Recruitment)

নোটিশ নং:

DR/CCI/2023-24/

নোটিশ প্রকাশের তারিখ:

24/07/2023

যে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলির সম্পর্কে নিচে বিস্তারিত ভাবে জানানো হলো:

1. পদের নাম:

Management Trainee (Mktg)

শূন্যপদ:

6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে আবেদনের জন্য অবশ্যই
Agriculte Business Management/ Agriculture এ MBA করে থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 30,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম:

Junior Commercial Executive

শূন্যপদ:

81 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

আবেদনকারী প্রার্থী যদি B.Sc Agriculture নিয়ে গ্র্যাজুয়েশন পাশ (Graduation Passed) করে থাকেন তবে তিনি আবেদনের জন্য যোগ্য।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 22,000 টাকা বেতন দেওয়া হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

3. পদের নাম:

Management Trainee (Accounts)

শূন্যপদ:

6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীকে CA/CMA/MBA (Fin) / MMS/M.Com. ডিগ্রি অর্জন করে থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 30,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:

যোগ্য প্রার্থীকে Written Exam এবং Interview এর মাধ্যমে বেছে নেওয়া হবে।

কাজের মেয়াদ:

এক বছর।

আবেদন পদ্ধতি:

i) অনলাইনে (Online) আবেদন করা যাবে।
ii) আবেদন করার জন্যে ওয়েবসাইটে (Website) গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার (Register) করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
iii) এরপরে প্রার্থীকে নিজের ছবি এবং সই আপলোড (Image and Signature) করতে হবে।
iv) সবশেষে আবেদন মূল্য (Application Fee) জমা দিয়ে আবেদনপত্রের কাজ সম্পন্ন করতে হবে।

আবেদন মূল্য:

i) আবেদন মূল্য বাবদ GEN, OBC, EWS প্রার্থীদের 1500 টাকা ধার্য করা হয়েছে।
ii) SC, ST, PWD প্রার্থীদের জন্য 500 টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:

আবেদন করার শেষ দিন 13/08/2023

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular