HomeJob updatesCU Vacancy: মাসিক বেতন 40,000 টাকা! কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

CU Vacancy: মাসিক বেতন 40,000 টাকা! কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (Calcutta University Assistant Professor Recruitment)। এসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে আবেদন করতে পারবেন।

শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই প্রার্থীদের নিয়োগ করা হবে। কোনরকম পরীক্ষা দেওয়া লাগবে না আলাদা করে।

কলকাতায় বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

এসিস্ট্যান্ট প্রফেসর

মোট শূন্যপদ-

মোট চারটি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

মাসিক বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা।

বয়সসীমা-

সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

প্রার্থীকে অবশ্যই ভ্যালিড গেট স্কোর থাকতে হবে। এছাড়া যোগ্যতা সম্পর্কে আরও বিশদে জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

নিয়োগ পদ্ধতি-

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোন কিছু বলা নেই।

আবেদন পদ্ধতি-

ইন্টারভিউ দেবার জায়গায় সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে। ৫ কপি পাসপোর্ট সাইজ ছবি, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং প্রয়োজনীয় অন্যান্য নথিগুলি নিয়ে ইন্টারভিউ এর জায়গায় উপস্থিত হতে হবে।

সময় ও স্থান-

1st Floor Auditorium, CRNN,
Technology Campus,
University of Calcutta JD-2 Sector – 3
Kolkata – 700106

ইন্টারভিউ এর তারিখ-

১৮/০৪/২০২৩

রিপোর্টিং সময়-

সকাল সাড়ে ১০টা।

Important Links

Official Notification: Download Now

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular