HomeJob updatesনন টিচিং স্টাফ নিয়োগ করা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, জেনে নিন বিস্তারিত।

নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, জেনে নিন বিস্তারিত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বেশ কিছু নন টিচিং স্টাফ (Non Teaching Stuff) নিয়োগ করার কথা জানানো হয়েছে চুক্তির ভিত্তিতে। লিখিত পরীক্ষা তথা ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে এই নিয়োগ। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

নোটিশ নং:

74/RUSA 2.0

১. পদের নাম:

Technical Assistant

শূন্যপদ:

7 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

  • i) আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি (Graduation Degree) অর্জন করে থাকতে হবে।
  • ii) আবেদনকারী প্রার্থীদের বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের মাসিক 25,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

২) পদের নাম:

Peon

শূন্যপদ:

মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

  • i) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নুন্যতম মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হতে হবে।
  • ii) এছাড়াও প্রার্থীর বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

প্রার্থীদের মাসিক 12,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে একটি সাদা কাগজে নিজেদের CV লিখে সেটিকে ফর্মের সাথে যুক্ত করে দিতে হবে।
  • iii) এরপরে প্রার্থীকে নিজের সমস্ত জরুরি তথ্য এবং সার্টিফিকেট একসাথে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

লিখিত পরীক্ষা তথা ইন্টারভিউয়ের (Written Exam aka Interview) মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

আবেদন পাঠাবার ঠিকানা:

Registrar, University of Calcutta

আবেদনের সময়সীমা:

18/12/2023

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য ওয়েবসাইটে গিয়ে দেখুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular