HomeEducation NewsLaw নিয়ে পড়তে ইচ্ছুক? কলকাতার একাধিক বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি প্রক্রিয়া।

Law নিয়ে পড়তে ইচ্ছুক? কলকাতার একাধিক বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি প্রক্রিয়া।

অনেক ছাত্রছাত্রীরা আইন নিয়ে পড়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। ভালো উকিল হওয়ার জন্য ভালো উপযুক্ত কোন বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পড়ুয়াদের আইন নিয়ে পড়াশোনার জন্য সুযোগ করে দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। আইন নিয়ে ভর্তির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে BA LLB কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ল কলেজ গুলিতে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। হাজরা শাখায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগ, সেখানে মোট শূন্যপদ রয়েছে ১২০ টি। তাছাড়া আরও বেশ কয়েকটি কলেজে LAW নিয়ে পড়ার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা।

সুরেন্দ্রনাথ কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, বিকাশ ভারতী ল কলেজ-সহ আরও বেশ কয়েকটি কলেজে রয়েছে আইন নিয়ে পড়ার সুযোগ।

যোগ্যতা:

আইন নিয়ে পড়ার জন্য দেশের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত ৪৫% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি:

  • যে সমস্ত শিক্ষার্থীরা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজগুলিতে আইন নিয়ে পড়তে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • শিক্ষার্থীদের প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে।
  • এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আবেদনপত্র জমা করতে হবে।
See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

আবেদন মূল্য:

এককালীন ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য মোট ২৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

ভর্তি প্রক্রিয়া:

প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্ট অনুযায়ী ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলিতে ল নিয়ে পড়ার সুযোগ পাবেন।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে।

কলেজ বাছাই করার তারিখ:

আগামী 31 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কলেজ বাছাই করা যাবে।

প্রবেশিকা পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। আরো বিস্তারিত তথ্যের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করে নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular