HomeEducation Newsপ্রকাশিত হলো ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের ফলাফল! কবে মার্কশিট পাবেন?

প্রকাশিত হলো ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের ফলাফল! কবে মার্কশিট পাবেন?

প্রকাশিত হলো কলকাতা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন এর ফলাফল(CU 6th Semester Exam Result 2023)। ষষ্ঠ সেমিস্টারের অনার্স, জেনারেল এবং মেজর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। অনেকদিন ধরেই শিক্ষার্থীরা তাদের ফলাফলের জন্য অপেক্ষা করে আসছিলেন, অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো।

গত শনিবার দুপুর ২:৩০ এ রেজাল্ট পাবলিশ হবার কথা ছিলো। তবে ফলাফল প্রকাশিত হয় ২:৪৫ এ wbresults.nic.in এ। তবে সেসময় অনেক ছাত্রছাত্রীরা BA/BSc Semester VI – Honours/General/Major – CBCS Results 2023 দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। অবশেষে ২:৫০ থেকে রেজাল্ট দেখা যাচ্ছে। www.exametc.com ওয়েবসাইটটি এখনো অনেকের খুলছেনা বলে অভিযোগ করা হচ্ছে।

কিভাবে রেজাল্ট চেক করবেন?

প্রথমে wbresults.nic.in-তে যেতে হবে।

হোমপেজের ‘Latest Announcement’ আছে। তার নিচেই ‘B.A./B.Sc.Semester-VI (Honours/General/Major) Examinations, 2023 (Under CBCS), Results published on Wednesday, the 28th June, 2023 at 2.30 PM’। অপশনে ক্লিক করতে হবে।

নতুন পেজে ‘B.A./B.Sc. Semester-I (Honours/General/Major) Examinations,2022 (Under CBCS)’ আছে। সেখানে ‘Please Enter Your Roll No’ দেখতে পাবেন। এখানে রোল নম্বর বসিয়ে, Captcha বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে। এটি ডাউনলোড করে নিতে হবে।

কবে মার্কশিট দেওয়া হবে? 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে, আগামী মঙ্গলবার ২:৩০ থেকে রেজাল্ট (মেজর) অ্যান্ড কম্পিউটার সেল-১ সেকশন থেকে নিজেদের মার্কশিট সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের।

Calcutta University Results,CU BA Results,CU BSc Results,Calcutta University, Graduation Results Calcutta University

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular