চলতি শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ভর্তি নিয়ে চিন্তায় কলকাতা বিশ্ববিদ্যালয়(Calcutta University) কর্তৃপক্ষ। আসন ভরানোর জন্য এর আগে একাধিকবার কাউন্সিলিং(Calcutta University PG Councelling) হয়েছে। বিজ্ঞানের কাউন্সিলিং হয়েছে এর আগে তিন দফায়। কলা বিভাগের কাউন্সেলিং শেষ হয়েছে গত বৃহস্পতিবার। তবুও সমস্ত আসন ভরেনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এমন কলেজেও আসন ফাঁকা পড়ে রয়েছে বলে খবর।
লেডি ব্রেবোর্ন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ। কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানিয়েছেন, কলা বিভাগে সেখানে ভর্তি আশানুরূপ হয়েছে। জীববিদ্যা বিভাগে আসন প্রায় ভর্তি হলেও পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে অনেক আসন পড়ে আছে। তিনি বললেন স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) মাধ্যমে চাকরি পাবার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকার জন্যই ছাত্রছাত্রীদের মধ্যে স্নাতকোত্তরে পড়ার প্রতি অনীহা দেখা যাচ্ছে।
অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন একাধিকবার কাউন্সেলিংয়ের ফলে স্নাতকোত্তরের আসনসংখ্যা(PG Course Seats in CU) ধীরে ধীরে ভরেছে। তবে কিছু আসন এখনো ফাঁকা আছে। তার মধ্যে রয়েছে বেশকিছু সংরক্ষিত আসন রয়েছে। তিনি আরো বলেন যে, কিছু পড়ুয়া ভর্তি হবার পর অন্য কলেজে চলে যান। সেক্ষেত্রে সেই আসন গুলি খালি হয়ে যায়। তবে পরবর্তীকালে সেই ফাঁকা আসন ভরাট করার কোন উদ্যোগ নেওয়া হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
বিজ্ঞান বিভাগের প্রাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যাবার পর নতুন শিক্ষার্থীরা ভর্তি হলে তাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। পরবর্তীকালে কলেজগুলিতে কতগুলি আসন ফাঁকা থাকছে, সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হতে পারে। আবার পরবর্তীকালে যারা ভর্তি হবেন, তারা কিভাবে অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করবেন, সেটাও চিন্তার বিষয়।