কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) Circuit Bench of Calcutta High Court Port Blair এর তরফে চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগের (Recruitment) কথা জানিয়ে তাদের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি সহ জেনে নিন সমস্ত খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে। (Calcutta High Court Recruitment)
পদের নাম:
Stenographer/PA
কাজের মেয়াদ:
প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী কাজটি স্থায়ী (Permanent) হতে পারে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন ৩২,৫০০ টাকা দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ (12th Passed) হতে হবে।
ii) প্রার্থীর অবশ্যই কম্পিউটারে দক্ষতা (Capabilities using of Computer) এবং টাইপিং সম্পর্কে জ্ঞান (Knowledge about Typing) থাকতে হবে।
iii) কম্পিউটারে দক্ষতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
iv) বাকি দক্ষতা বিষয়ে জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন প্রক্রিয়া:
i) ইচ্ছুক প্রার্থীকে প্রথমে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে (Website of Calcutta High court) যেতে হবে।
ii) সেখানে গিয়ে ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদন প্রক্রিয়া (Application Process) সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৩ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটটি (Website of Kolkata High court) দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh