কেন্দ্রীয় সরকারের Ministry of Finance Department এর অধীনস্থ Comptroller and Auditor General Department এ কর্মী নিয়োগ হতে চলেছে। সম্প্রতি এই বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভারতের যেকোনো তথা রাজ্যের যেকোনো বাসিন্দা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (CAG Group-C Recruitment)
Employment No.:
AB-14017/61/2008-Estt.(RR)
পদের নাম:
Administrative Assistant (Group- C)
মোট শূন্যপদ:
১৭৭৩ টি
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ (Graduation Passed) সহ কম্পিউটারে কাজের অভিজ্ঞতা (Work Experience on Computer) অর্জন করতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে লেভেল ৭ অনুযায়ী (7th Pay Level) বেতন প্রদান করা হবে।
বয়সসীমা:
i) আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীকে একটি মুখবন্ধ খামে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে (Dropbox) জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা:
Shri Nilesh Patil,
Asstt. C &AG (N)-I,
C/o the C&AG of India,
9, Deen Dayal Upadhyay Marg,
New Delhi- 110124
আবেদনের শেষ তারিখ:
১৭ সেপ্টেম্বর, ২০২৩
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh