HomeEducation Newsবর্ধমান বিশ্ববিদ্যালয়ে সাইবার আইন নিয়ে ডিপ্লোমা কোর্স করার সুযোগ, জানুন বিস্তারিত।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সাইবার আইন নিয়ে ডিপ্লোমা কোর্স করার সুযোগ, জানুন বিস্তারিত।

দিনের পর দিন ইন্টারনেটের (Internet) ব্যবহার বৃদ্ধি পাচ্ছে জগতে। ইন্টারনেট ছাড়া আজকাল কোনো কাজই ভাবা যায়না। এহেন ইন্টারনেট আসাতে যেমন সকলের উপকার হয়েছে তেমনি পাল্লা দিয়ে বেড়েছে ইন্টারনেটের দুনিয়াতে অপরাধমূলক কাজকর্মও(Criminal Activities) । বেড়েছে হ্যাকিং, ব্যক্তিগত বা সাংগঠনিক স্তরে তথ্য চুরি/ নকল করা, কারচুপি, অনলাইন হ্যারাসমেন্ট(Hacking, Data Theft/Spoofing at Personal or Organizational Level, Rigging, Online Harassment)-সহ নানা অপরাধমূলক ঘটনা।

এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে শুরু হয়েছে সাইবার আইন বা Cyber Law যা নিয়ে আগ্রহ জন্মাচ্ছে বহু মানুষের। সেই পথে আরো কিছুটা এগিয়ে এসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়(Burdwan University)। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবার চালু করেছে Cyber Law এর ডিপ্লোমা কোর্স। চলতি শিক্ষাবর্ষেই এই ভর্তির কথা জানিয়ে প্রতিষ্ঠানের Department of Lifelong Learning বিভাগের তরফ থেকে ওয়েবসাইটে (Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি(Notification)। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াও(Application Process)। জানুন বিস্তারিত।

কোর্সের মেয়াদ:

এক বছর।

সেমেস্টার সংখ্যা:

দুটি সেমেস্টারে (Semester) বিভক্ত কোর্সটি।

মোট আসনসংখ্যা:

৩৮টি।

ভর্তির কোর্স ফি:

১২,০০০/- টাকা।

কোর্সটির ক্লাস কবে থেকে শুরু হবে?

আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কোর্সের ক্লাস।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের UGC স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় (University) থেকে যে কোনও বিষয়ে Graduated হতে হবে।

ভর্তির প্রক্রিয়া:

প্রার্থীদের স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনকারীকে সবার প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of the University) ঢুকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেতে হবে।
iii) এরপরে বিজ্ঞপ্তিতে (Notification) দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে হবে প্রার্থীকে।

আবেদনের শেষ তারিখ:

আবেদন জানানো যাবে আগামী ১৪ অগস্ট পর্যন্ত।

মেধাতালিকা (Merit List) প্রকাশ করার তারিখ:

আগামী ২১ অগস্ট।

i) প্রথম পর্যায়ের নথি যাচাই এবং ভর্তি প্রক্রিয়া (Document Verification and Admission Process) চলবে ২২ থেকে ২৫ অগস্ট।
ii) এর পর দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া (Admission Process) চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আগ্রহীরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of the University) যেতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular