HomeEducation Newsযোগাসন করতে ভালোবাসেন? দ্বাদশের পর যোগা কোর্স করে গড়ুন কেরিয়ার, রয়েছে চাকরির...

যোগাসন করতে ভালোবাসেন? দ্বাদশের পর যোগা কোর্স করে গড়ুন কেরিয়ার, রয়েছে চাকরির দারুণ সুযোগও। জানুন বিস্তারিত।

গত 21শে জুন ছিলো বিশ্ব যোগ দিবস(World Yoga Day)। শরীর ও মনকে সুস্থ ও সবল রাখতে যোগ ব্যায়ামের (Yoga) বিকল্প নেই। তাই তো শরীরচর্চার ক্ষেত্রে যোগাসন সবার থেকে বেশি এগিয়ে। বর্তমান দিনের যোগার চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে ও সেই সঙ্গে বাড়ছে যোগা প্রশিক্ষক (Yoga Trainer) পদে চাকরির সুযোগও। বর্তমানে অনেক বড় প্রতিষ্ঠানেও যোগা প্রশিক্ষণ শুরু হয়েছে। তাই অন্যান্য পেশার মতো আপনি চাইলে যোগা নিয়েও কেরিয়ার (Career) গড়তে পারেন।

যোগব্যায়াম কোর্স কোন সংস্থার অধীনে শুরু করা হচ্ছে?
ভারত সরকারের তরফে আয়ুষ মন্ত্রক যোগাসনে বেশ কিছু ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেশন কোর্স (Degree and Certificate Course) চালু হয়েছে।

কারা কারা পড়তে পারবেন এই কোর্সে?
দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের (Science Department) পড়ুয়ারা স্নাতক স্তরে (Graduation Degree) পড়তে পারবেন এই কোর্সে।

স্নাতকের পরে আর কী কী পড়া যাবে?
i) স্নাতকোত্তরে (Masters) M.Sc Degree Course করতে পারবেন B.Sc Yoga, Medical, Paramedical, Physiotherapy এবং অন্য বিজ্ঞানগত বিষয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ পড়ুয়ারা (Passed Students of Graduation Course) পড়তে পারবেন।
ii) দুটি কোর্সই গুরু গোবিন্দ সিংহ ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের (Gobinda Singha Indraprastha University) অধীনে পড়ানো হয়ে থাকে। এছাড়াও যোগ নিয়ে স্নাতকোত্তরের আরও বিভিন্ন কোর্স রয়েছে।

কোথায় কোথায় পড়ানো হয়?
১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, নয়াদিল্লি (Indian Institute of Yoga and Naturopathy, New Delhi)
২) রাজর্ষি ট্যান্ডন ওপেন ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ (Rajarshi Tandon Open University, Uttarpradesh)
৩) দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়, হরিদ্বার
রাজস্থান বিশ্ববিদ্যালয় (Dev Sanskrit University, Haridwar, Rajasthan University)
৪) বর্ধমান মহাবীর মুক্ত বিশ্ববিদ্যালয়, রাজস্থান (Bardhaman Mahabir Open University, Rajasthan)
৫) শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি (Shri Lal Bahadur Sastri Jatiya Sanskrit University, New Delhi)
৬) বিহার যোগ স্কুল (Bihar Yoga School)

চাকরির সুযোগ কেমন আছে?
শরীরের সুস্থতার জন্য অথবা ফিট থাকতে যে কোনও বয়সের মানুষই যোগাসন অভ্যাস (Yoga Practice) করেন। তাই প্রাইভেট টিউটর (Private Tutor) হোক কিংবা হোক স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান, সব স্থানেই যোগা প্রশিক্ষক হওয়ার সুযোগ রয়েছে। এমনকী এই পেশায় নিজের উদ্যোগে যোগা প্রশিক্ষণ সেন্টার (Yoga Training Center) খুলে ক্লাস করাতে পারবেন। আজকাল অনলাইনেও যোগার ক্লাস করিয়ে উপার্জনের সুযোগ রয়েছে।

এছাড়াও UG, PG বা Diploma কোর্স করার শেষে বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। বর্তমানে স্কুলগুলিতে যোগা শিক্ষক(Yoga Teacher in School), জিমে যোগা প্রশিক্ষক(Yoga Trainer in Gym), স্বাস্থ্য রিসর্টগুলিতে প্রশিক্ষক (Health Trainer Resort) এবং গবেষক (Researcher) হিসাবে নিয়োগ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন হাসপাতালেও রোগীদের চিকিৎসার জন্য যোগা শিক্ষকের (Yoga Teacher) চাহিদা বাড়তে শুরু করেছে।

যোগব্যায়ামকে (Yoga) অনেক বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যোগায় চাকরির বাজার ক্রমশ প্রসারিত হচ্ছে। সবমিলিয়ে যোগচর্চাকে শুধুমাত্র শখ হিসেবে আর আটকে নেই বরং পেশার রূপ ধারণ করেছে। দিনদিন যা বৃদ্ধি পাচ্ছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular