রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর। সম্প্রতি Birla Industrial & Technological Museum এর পক্ষ থেকে বেশ কয়েকটি বিভাগে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি বিভাগের পদের জন্যই রয়েছে মোটা অংকের বেতন।
ভারতের যেকোনো নাগরিক হলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন। (BITM recruitment)
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল মিউজিয়ামে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ বিষয়টি আরো বিস্তারিত জেনে নিতে পারবেন।
পদের নাম-
Technical Assistant ‘A’ (Electronics)
Education Assistant ‘A’
Technician ‘A’
Office Assistant (Grade-III)
মোট শূন্যপদ-
Technical Assistant ‘A’ (Electronics) : ১ টি
Education Assistant ‘A’ : ১ টি
Technician ‘A’: ২ টি
Office Assistant (Grade-III): ১ টি
মাসিক বেতন-
- Technical Assistant ‘A’ (Electronics) : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
- Education Assistant ‘A’ : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
- Technician ‘A’: ১৯৯০০-৬৩২০০ টাকা।
- Office Assistant (Grade-III): ১৯৯০০-৬৩২০০ টাকা।
আবেদন শুরু-
২৮/০৫/২০২৩
আবেদন শেষ-
৩০/০৬/২০২৩
বয়সসীমা-
সর্বোচ্চ 35 বছর বয়সের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
- Technical Assistant ‘A’ (Electronics) : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
- Education Assistant ‘A’ : বিজ্ঞান বিভাগ নিয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যেখানে অন্তত ফিজিক্সের সাথে একটি বিষয়ে থাকতে হবে অথবা কেমিস্ট্রির সাথে একটি বিষয়ে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা সম্পর্কে দক্ষ হতে হবে।
- Technician ‘A’: মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং আই টি আই পাস সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Office Assistant (Grade-III): উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
আবেদন মূল্য-
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৮৮৫ টাকা ধার্য করা হয়েছে। মহিলা এবং তপশিলি জাতিভুক্ত চাকরি প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই।
আবেদন পদ্ধতি-
www.bitm.gov.in/recruitment ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। ফাইলের সাইজ ২০০ কেবির কম হতে হবে।
Important Links
Official Notification: Download Now
Official Website: Click Here