HomeNewsপয়লা অক্টোবর থেকে শুরু নতুন নিয়ম! কি কি বদল দেখা দেবে? জেনে...

পয়লা অক্টোবর থেকে শুরু নতুন নিয়ম! কি কি বদল দেখা দেবে? জেনে নিন।

যত দিন এগোচ্ছে ততই বদল ঘটছে সবকিছুর নিয়মে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির নিয়ম থেকে শুরু করে সমস্ত বড়ো বিষয়ে বদল ঘটছে। তবে এবার থেকে সমস্ত তথ্য বা সমস্ত নথি মিশিয়ে ঘটলো বড়ো পরিবর্তন। কি সেই পরিবর্তন? আসুন জানা যাক।

এবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির নিয়ম হোক কিংবা হোক ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকা তৈরি, আধার নম্বর, বিয়ের রেজিস্ট্রি বা সরকারি চাকরির বিষয়; সমস্ত বিষয়ে ব্যবহারের বিষয়ে Single Document হিসেবে এবার থেকে ব্যবহার করা হবে Birth Certificate বা জন্মের শংসাপত্রকে।

আগামী ১ অক্টোবর, ২০২৩ থেকে সারা দেশে এই নতুন নিয়মটি চালু হতে চলেছে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন সংশোধনী আইন, ২০২৩ অনুযায়ী। কি বলছে এই সংশোধনী আইন?
জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন সংশোধন আইন, ২০২৩ এবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স প্রদান, ভোটার তালিকা তৈরি, আধার নম্বর, বিবাহ রেজিস্ট্রেশন বা কোনোরকম নিয়োগের জন্য সমস্ত ক্ষেত্রেই একটি মাত্র নথি (Single Document) হিসাবে Birth Certificate কে ব্যবহার করার অনুমতি দিচ্ছে৷

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় একটি বিবৃতি জারি করেছে যাতে বলা হয়েছে, ‘জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধন) আইন, ২০২৩-র ধারা১-র উপধারা (২) অনুযায়ী ক্ষমতার প্রয়োগে ( ২০২৩-র ২০), কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে আগামী ১ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে উক্ত আইনের বিধানগুলি কার্যকর হবে।”

কেনো এই বদল? কি জানা যাচ্ছে? সূত্র মারফত জানা গেছে যে সরকার গত পাঁচ দশকে সমাজে প্রগতিশীল পরিবর্তনগুলিকে সামঞ্জস্য আনতে চায়। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সকলের জন্য সমান রকম উপযোগী এবং রেজিস্ট্রি হওয়া জন্মের ডাটাবেস ব্যবহার করে জাতীয় ও রাজ্য স্তরে অন্যান্য Database আপডেট করতে চায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে বিলটি পেশ করার সময় বলেছিলেন যে, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯ (১৯৬৯ সালের ১৮) (অ্যাক্ট) রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণের জন্য চালু হয়েছিল। এতে জন্ম এবং মৃত্যু-র সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি ছিল৷

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular