HomeDADA নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরাট উপহার, একলাফে স্যালারি বেড়ে গেল অনেকটাই।

DA নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরাট উপহার, একলাফে স্যালারি বেড়ে গেল অনেকটাই।

কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য সুখবর। সম্প্রতি মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্রীয় কর্মীদের বিরাট উপহার দিল কেন্দ্র সরকার(Central Government)। তার জন্য একলাফে স্যালারি বেড়ে গেল অনেকটাই।

তবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানো হয়নি। নির্দিষ্ট একশ্রেণীর সরকারি কর্মচারীদের জন্যই মহার্ঘ ভাতা(Dearness Allowance) বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এই সমস্ত কর্মচারীরা গত ১ জুলাই তারিখ হিসাবে, সেই তারিখ থেকে বর্ধিত মহার্ঘ ভাতার(DA) সুবিধা পাবেন।

যে সমস্ত কর্মচারীরা কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ(CPSE) এর বোর্ড স্তরে কাজ করছেন এবং অধিকারী ও সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন, শুধুমাত্র তাদের জন্যই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে।

৩,৫০০ টাকার বেসিক স্যালারিতে DA ৭০১.৯ শতাংশ বাড়ানো হয়েছে। যা সর্বনিম্ন ১৫,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩,৫০০ টাকার উপরে এবং ৬,৫০০ টাকা পর্যন্ত Basic Pay-এ Dearness Allowance ৫২৬.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যা সর্বনিম্ন ২৪,৫৬৭ টাকা পর্যন্ত হবে।

৬,৫০০ টাকার উপরে এবং ৯,৫০০ টাকা পর্যন্ত Basic Pay-এ ৪২১.১ শতাংশ Dearness Allowance প্রয়োগ করা হয়েছে, যা কমপক্ষে ৩৪,২১৬ টাকা পর্যন্ত হবে। ৯,৫০০ টাকার উপরে বেসিক পে-তে ৩৫১.০ শতাংশ DA প্রযোজ্য হবে, যা কমপক্ষে ৪০,০০৫ টাকা পর্যন্ত হবে।

কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ(CPSE) এর বোর্ড স্তরের অধিকারী ও সুপারভাইজারদের জন্য বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেবার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের প্রশাসনিক বিভাগ এবং মন্ত্রকগুলিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular