HomeEducation Newsশিক্ষাদপ্তরের নির্দেশে বড় পরিবর্তন হতে চলেছে শিক্ষার্থীদের পোশাকে, জানুন বিস্তারিত।

শিক্ষাদপ্তরের নির্দেশে বড় পরিবর্তন হতে চলেছে শিক্ষার্থীদের পোশাকে, জানুন বিস্তারিত।

রাজ্যের এক একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পোশাকের রং আলাদা। বিভিন্ন স্কুলগুলি পোশাকের দিক থেকে স্বতন্ত্রতা বজায় রাখতে চেষ্টা করে। তবে শিক্ষা দপ্তরের নতুন নির্দেশে এবার রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুলের শিক্ষার্থীদের পোশাকের রং(West Bengal School Uniform Color Change) একরঙা হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তরের(WB Education Department) পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম সংক্রান্ত ঘোষণা করা হয়েছিল। এবার সেই কাজে নামল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম বিলি করার কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল রাজ্যের সমস্ত সরকার পোষিত বিদ্যালয়গুলির শিক্ষার্থীদের ইউনিফর্ম হবে নীল সাদা রঙের। এবার সেই নির্দেশই পালন করতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। ইতিমধ্যে একরঙা ইউনিফর্ম বিলি করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত স্কুলে এই ইউনিফর্ম বিলি করতে উদ্যোগী হয়েছে রাজ্য। খুব দ্রুত যাতে রাজ্যের সকল শিক্ষার্থীদের কাছে এই নতুন পোশাক পৌঁছে যায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

শিক্ষার্থীদের পোশাক পরিবর্তন সংক্রান্ত রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানালেও অনেকে বিরোধিতাও করেছেন। অনেকে দাবি করেছেন, রাজ্যে এমন অনেক স্কুল আছে যেগুলি ১০০ বছরেরও বেশি পুরনো। সেই সমস্ত স্কুলগুলি নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখতে আলাদা আলাদা রঙের পোশাক ব্যবহার করেন ছাত্র-ছাত্রীদের জন্য। এছাড়া ছাত্র-ছাত্রীদের পোশাক দেখে অনেক সময় চেনা যায় তারা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পোশাক বৈচিত্র্য হারাবে সমস্ত স্কুলগুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular