কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে একটি বড় সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে বড় ঘোষণা করলেন কর্মচারী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। মন্ত্রী জানিয়েছেন যে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার(Assistant Section Officer) এবং অন্যান্য গ্রেডে প্রায় দুই হাজার পদে পদোন্নতির প্রক্রিয়া চলছে।
সেন্ট্রাল সেক্রেটারিস্ট সার্ভিস (CSS- Central Secretariat Service) ফোরাম, ডিরেক্ট রিক্রুসমেন্ট অফ লিমিটিড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন-এর (LDCE-Limited Departmental Competitive Examination)-এর প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বৈঠকে তিনি জানান যে গত বছর অর্থাৎ ২০২২ সালে প্রায় ৯ হাজার পদে পদোন্নতি(Central Government Employees Promotion) হয়েছিল। তার আগে তিন বছরে কর্মী এবং প্রশিক্ষণ বিভাগে পদোন্নতি হয়েছে প্রায় চার হাজার।
গত মাসে ডিএপিটি ১৫৯২ জন কর্মচারীর পদোন্নতের অনুমোদন দিয়েছে। মন্ত্রী জিতেন্দ্র সিং জানান যে গত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নির্দেশে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের দীর্ঘস্থায়ী সমস্যাগুলি পর্যায়ক্রমে পর্যালোচনা করে সেগুলির সমাধান এর পথে গিয়েছে। পাশাপাশি উচ্চতর শূন্যপদ গুলিতে কিভাবে দ্রুত কর্মী নিয়োগ করা যায়, সেই বিষয়েও কেন্দ্রের অন্দরে পর্যালোচনা চলছে।
অনেক সময় দেখা যায় সরকারি কর্মচারীরা প্রায় 30-35 বছর ধরে কোনরকম পদোন্নতি ছাড়াই কাজ করে চলেছেন। এতে করে তাদের কাজের প্রতি উৎসাহ কমে যায়। এই সমস্যা গুলি সমাধানের ক্ষেত্রে জোর দিচ্ছে কেন্দ্র সরকার।
তবে শুধু পদোন্নতি নয়, স্বাস্থ্য মিশন সংক্রান্ত আরো একটি খুশির খবর রয়েছে সরকারি কর্মচারীদের জন্য। এতদিন পর্যন্ত কেন্দ্র সরকারের মহিলা কর্মী এবং তার পরিবার কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতেন। তবে এবার থেকে কেন্দ্র সরকারের হেলথ স্কিমে(National Health Scheme) অনুযায়ী পুরুষ সরকারি কর্মচারী(Central Government Employees) এবং তার পরিবারও স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে খুশি কর্মচারীরা।