পশ্চিমবঙ্গের বিধাননগর পৌরসভার তরফে Bidhannagar Municipality Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বিধাননগর পৌরনিগমে মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে।
Bidhannagar Municipal Corporation Recruitment 2023 -এ কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
Bidhannagar Municipality Job Vacancy 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Medical Officer
মোট শূন্যপদ-
এখানে মোট 06 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন-
প্রতি মাসে 24,000/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা-
01/04/2023 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে।
আবশ্যিক যোগ্যতা-
- এই পদে আবেদনের জন্য অবশ্যই ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
- কমপক্ষে 02 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- যেহেতু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, তাই আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না।
- নিজের বায়ো-ডাটা(CV), শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে সঠিক ঠিকানায় নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে যেতে হবে।
- ইন্টারভিউয়ের তারিখঃ 31/01/2023
- ইন্টারভিউয়ের সময়ঃ 12:00 Noon to 02:00 PM
- ইন্টারভিউয়ের ঠিকানাঃ 5th floor Conference Hall of Poura Bhaban, FD-415A, Sector-III, Salt Lake, Kolkata-700106
- ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
Important Links
Official Notification: Download Now
Official Website: www.bmcwbgov.in