HomeJob updatesকলকাতার কেন্দ্রীয় সংস্থাতে কর্মী নিয়োগের নোটিশ, জেনে নিন বিস্তারিত।

কলকাতার কেন্দ্রীয় সংস্থাতে কর্মী নিয়োগের নোটিশ, জেনে নিন বিস্তারিত।

কেন্দ্রীয় সংস্থা Bharat Heavy Electricals Limited অর্থাৎ BHEL এ কর্মী অর্থাৎ চিকিৎসক (Medical Officer) নিয়োগ করা হবে।সম্প্রতি এই বিষয়ে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। জেনে নিন বিস্তারিত। (BHEL Recruitment 2023)

পদের নাম:

Part time Medical Consultant(General Duty Medical Officer)

শূন্যপদের সংখ্যা:

২টি।

প্রয়োজনে এই শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

বয়সসীমা:

  • i) আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
  • ii) প্রয়োজন অনুযায়ী এই বয়সসীমা ৭০ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কাজের মেয়াদ:

প্রাথমিকভাবে প্রার্থীদের এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি করে তিন বছর পর্যন্ত হতে পারে।

দৈনিক কাজের সময়:

নিযুক্ত প্রার্থীদের দৈনিক তিন থেকে ছ’ঘন্টা কাজের দায়িত্ব থাকবে।

দৈনিক বেতন:

  • i) নিযুক্ত প্রার্থীদের দৈনিক বেতন প্রতি ঘণ্টায় ৪৪০ টাকা করে হবে।
  • ii) এ ছাড়াও দূরত্বের ভিত্তিতে যাতায়াত খরচ বাবদও মাসে সর্বাধিক ৬০০০ টাকা পেতে পারেন প্রার্থীরা।
See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

আবেদনের যোগ্যতা:

  • i) আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রীপ্রাপ্ত হতে হবে এবং ইন্টার্নশিপের পর (After Internship) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে এক বছরের পেশাদারি অভিজ্ঞতাও (Experience) থাকতে হবে।
  • ii) এছাড়াও প্রার্থীকে West Bengal Medical Council বা Medical Council of India প্রদত্ত রেজিস্ট্রেশনও (Registration) থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
  • ii) আবেদনে আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে।

 আবেদনের শেষ দিন:

আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া:

প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে বেছে নেওয়া হবে।

এই নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular