HomeJob updatesপ্রশিক্ষণের মাধ্যমে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরি, বিস্তারিত জানুন।

প্রশিক্ষণের মাধ্যমে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরি, বিস্তারিত জানুন।

যাঁরা বহুদিন থেকে চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। Bharat Petroleum Corporation Limited এ নিয়োগের কথা জানিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক এই কাজের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াও। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

নোটিশ প্রকাশের তারিখ:

10/07/2023

  1. পদের নাম:

Graduate Apprentices

শূন্যপদ:

এখানে বিভিন্ন বিভাগে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে। যেমন:
Mechanical – 26 টি, Electrical – 10 টি, Chemical – 17 টি, Civil – 6 টি, Info/Technology Computer Science – 2 টি, Instrumentation – 8 টি, Fire & Safety – 8 টি।
সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 77 টি।

যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের B.Tech ডিগ্রি অর্জন করে থাকতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।

2. পদের নাম:

Technician (DIPLOMA)/ Non Engineering Graduate Apprentice

শূন্যপদ:

এখানে বিভিন্ন বিভাগে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে। যেমন:
Mechanical – 12 টি, Electrical – 8 টি, Chemical – 12 টি, Civil – 8 টি, Instrumentation – 10 টি, B.Com – 6 টি, B.Sc (Chemistry) – 4 টি।
মোট শূন্যপদ রয়েছে 61 টি।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বিষয়ে ITI Diploma/ B.Com/ B.Sc পাশ করে থাকতে হবে।

বেতনক্রম:

এই পদের জন্য নিযুক্ত প্রার্থীদের মাসিক টাকা 18,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

বয়সসীমা:

i) উভয় পদের জন্যই আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে প্রার্থীদের Online Registration করতে হবে।
iii) এর পরে প্রার্থীরা “Bharat Petroleum Corporation Ltd, Mumbai Refinery” অপশনে গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক (Click on the Option) করতে হবে।
iv) এবারে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে এবং সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি (Photocopy of Documents and Passport Size Photo) আপলোড করতে হবে।
v) সবশেষে ফর্মটি সাবমিট (Submit) করে দিতে হবে।

অন্যদিকে, নন ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের ক্ষেত্রে, https://forms.gle/84gE4e5WqHFj36sy6 এই গুগল ফর্মে (Google Form) সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে নথি আপলোড করতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

নিয়োগ পদ্ধতি:

Written Test এবং Interview এর মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

কাজের মেয়াদ:

প্রার্থীদের নিয়োগ করা হবে এক বছরের জন্য।

আবেদন শুরু:

10/07/2023

আবেদন শেষ:

04/09/2023

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular