Best Courses After Madhyamik: স্কুল জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেলে সবাই দুশ্চিন্তায় থাকে যে এরপর কি নিয়ে পড়বে? অনেকেই আছেন যারা ডাক্তার ,ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য দিকগুলি সম্পর্কে ভালোভাবে অবগত নয় । মাধ্যমিকের পর লেখাপড়া তিনভাগে ভাগ হয়ে যায় সাইন্স ,আর্টস, কমার্স। অনেকেরই জীবনের একটি লক্ষ্য থাকে সেই লক্ষ্যের জন্য কোন বিভাগে পড়া উচিত সবাই সে সম্পর্কে অবগত নয়। এছাড়াও মাধ্যমিকের পর কোন কোন কোর্সগুলি করলে সহজে চাকরি পাওয়া যায় অর্থাৎ সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যায় সে সম্পর্কে আলোচনা করব , বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে কি হওয়া যায়? (Science career option)
বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী মাধ্যমিকের পর সাইন্স বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই। সায়েন্স বিভাগে পড়লে কি কি কেরিয়ার অপশন আছে তা দেখে নেওয়া যাক –
১) ডাক্তার
২) ইঞ্জিনিয়ার
৩) আইআইটি
৪) রিসার্চার
৫) মার্চেন্ট নেভি
৬) ফরেস্ট অফিসার
৭) ফরেনসিক ডাক্তার
৮) নার্স
৯) ইথিক্যল হ্যাকিং
১০) software Engineer
মেডিকেল (Medical):
যারা মেডিকেল নিয়ে পড়তে ইচ্ছুক তাদের একাদশ শ্রেণীতে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি প্রধান বিষয় হিসেবে রাখতে হবে । মেডিকেলে সফলতা অর্জনের জন্য বায়োলজি খুব ভালোভাবে পড়তে হবে । মেডিকেল নিয়ে পড়লে যে যে কেরিয়ার অপশন গুলি রয়েছে সেগুলি হল-
১) ডাক্তার
২) ডেন্টিস
৩)ভেটেনারি
৪) আয়ুর্বেদ
৫) হোমিওপ্যাথি
৬)ফুড টেকনোলজি
৭) হার্টি কালচার
৮) মেডিসিন
৯)বায়োটেকনোলজি ।
ইঞ্জিনিয়ারিং(Engineering):
যে সকল ছাত্র-ছাত্রী ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে চাই তাদের প্রধান বিষয় হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং গণিত থাকা বাধ্যতামূলক । ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ফিজিক্স এবং গণিত বিষয়ে ভালোভাবে দক্ষ হওয়া প্রয়োজন । ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে যে ক্যারিয়ার অপশনগুলি রয়েছে সেগুলি হল –
১) সিভিল ইঞ্জিনিয়ারিং
২) ম্যকানিক্যল ইঞ্জিনিয়ারিং
৩) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
৪)কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৫) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
৬)ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়?(Arts career option )
আর্টস নিয়ে পড়লে যে যে ক্যারিয়ার অপশন গুলি রয়েছে সেগুলি হলো –
মূলত যারা আর্টস নিয়ে পড়ে তারা UPSC বা ICS চাকরির দিকে বেশি আগ্রহী প্রকাশ করে। এছাড়াও আর্টস নিয়ে পড়লে আরও যে কেরিয়ার অপশন গুলি রয়েছে সেগুলি হল-
১) সাংবাদিক
২)শিক্ষকতা
৩)আইনজীবী
৪)লেখক
৫)পুলিশ
৬)আর্মি
কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়? (Commerce career option):
যেসকল ছাত্রছাত্রী নির্দিষ্ট সময়ের সঙ্গে চাকরি করতে ইচ্ছুক নয় , এবং যারা বড় হয়ে ব্যবসা-বাণিজ্য করতে চায় সেই সকল ছাত্র-ছাত্রী কমার্স নিয়ে পড়ে । কমার্স নিয়ে পড়লে যে সমস্ত কেরিয়ার অপশন গুলি রয়েছে সেগুলি হল –
১) Banking
2) Accountancy
৩) Chartered Accountant
৪) Finance Planning
৫) Management Accounting
৬) Actuaries
উপরোক্ত এই তিনটি কোর্স ছাড়াও আরো কিছু কোর্স রয়েছে যেগুলি নিয় পড়লে সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যায়।
১) ITI (Industrial Training Institute)
মাধ্যমিকের পর যে সকল ছাত্র-ছাত্রী কোন একটি পেশাগত কাজে দক্ষ হতে চাই তাদের জন্য আইটিআই একটি ভালো কোর্স । মাধ্যমিকের পর আইটিআই করা যায় এ ছাড়াও এইট পাশের পরেও আইটিআই করা যায় । আইটিআই এ অনেক ট্রেড রয়েছে সমস্ত ট্রেডের প্রশিক্ষণ সময়সীমা ভিন্ন , মূলত কোর্সের সময়সীমা এক থেকে তিন বছরের মধ্যে । আইটিআই করে রেলের যে সমস্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি এর যে ভেকেন্সি বেরোয় সেগুলোতে আবেদন করা যায় । এছাড়াও রেলের লোকোপাইলট হওয়ার জন্য আইটিআই করা প্রয়োজন।
আইটিআই এর দুটি ভাগ রয়েছে –
১) ইঞ্জিনিয়ারিং :- ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ার জন্য ফিজিক্স এবং গণিত বিষয় নিয়েও পড়তে হয়।
২) নন-ইঞ্জিনিয়ারিং:- নন ইঞ্জিনিয়ারিং এর মধ্য যে সকল স্কোর গুলি পড়ে সেগুলি হল –
i) Fitter
ii) Electrician
III) mechanical
iv) surveyor
v) pump operator
vi) Dress making
vii) Tool
viii) Die maker
2) Polytechnic course:
বর্তমানে পলিটেকনিক কোর্সটিও খুব জনপ্রিয় হয়ে উঠেছে । কোর্সের সময়সীমা তিন বছর । পলিটেকনিক করার পর B-tech করলে এক বছরের ছাড় পাওয়া যায়। পলিটেকনিক করা থাকলে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় । পলিটেকনিকের সবচেয়ে জনপ্রিয় কোর্সগুলি হল –
১) Diploma In Civil Engineering,
২) Diploma In Computer Engineering.
৩) Diploma In Mechanical Engineering, ৪) Diploma In Automobile Engineering, ৫) Diploma In Mechanical Engineering ।
এছাড়াও মাধ্যমিকের পর আরও যে সমস্ত কোর্স করা যায় সেগুলো হলো –
১) প্যারাম্যডিক্যাল
২) হোটেল ম্যানেজমেন্ট
৩) হাউস কিপিং
৪)ফউড প্রোডাকশ্যন
৫) হোটেল অপারেশন
মাধ্যমিকের পর কি নিয়ে পড়া উচিত ?
মাধ্যমিক স্কুল জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা । মাধ্যমিক পরীক্ষার পর থেকে নিজের ক্যারিয়ার সম্বন্ধে ভাবা শুরু করতে হবে । মাধ্যমিকের পর কোনো বিষয় নিয়ে পড়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া জরুরি । নিজের ইস্কুল টিচার বা টিউশন টিচার বা বড় দাদা দিদি দের কাছ থেকেও পরামর্শ নেওয়া জরুরী । সবচেয়ে বেশি জরুরি নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া।