HomeEducation NewsBest Colleges: দেশের সেরা ১০০ কলেজের তালিকায় রাজ্যের কোন কোন কলেজ রয়েছে...

Best Colleges: দেশের সেরা ১০০ কলেজের তালিকায় রাজ্যের কোন কোন কলেজ রয়েছে দেখুন।

প্রকাশিত হলো দেশের সেরা ১০০ টি কলেজের। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৮ টি কলেজ। গত বছরে সেরা ১০০ কলেজের তালিকাতে পশ্চিমবঙ্গের ৭ টি কলেজ ছিল (Best Colleges in West Bengal)। এবছর সেটা সংখ্যায় বেড়েছে ১ টি। তবে এই বছর হতাশ করেছে পশ্চিমবঙ্গের বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।

দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় নবতম সংযোজন হলো কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এটি উঠে এসেছে পঞ্চম স্থানে। অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়া। ২০২২ সালে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নবম স্থানে ছিল। সেই কলেজ এবছর চলে গিয়েছে ১৫ নম্বর স্থানে। সার্বিকভাবে দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কলেজ রয়েছে মোট আটটি, যা গতবারের তুলনায় একটি বেশি।

সোমবার India ranking 2023 (National Indian ranking framework বা NIRF 2023) প্রকাশিত হয়েছে। গতবার যে তিনটি কলেজ প্রথম সেরা তিনে ছিল, সেই কলেজগুলোর কোনরকম পরিবর্তন হয়নি। গতবারের মতো এ বছরেও প্রথম স্থানে আছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সিং কলেজ।

পঞ্চম স্থানে আছে পশ্চিমবঙ্গের কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এ বছর ২০২৩ সালের সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ৭০.৮, গতবার সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ছিল ৬৯.৫৪।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

গত বছর ১৩ নম্বরে ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া। ১৩ নম্বর থেকে সোজা প্রথম দশের মধ্যে চলে এসেছে এই কলেজটি। বর্তমানে এই কলেজটি রয়েছে আট নম্বরে। ৬৭.৫৬ থেকে স্কোর বেড়ে হয়েছে ৬৯.৫৩।

রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যামন্দির গত বছর ৯ থেকে বর্তমানে চলে গিয়েছে ১৫ নম্বরে। বেলুড়ের স্কোর ছিল ৬৯.২৪, এবার কমে হয়েছে ৬৭.৩৮-তে। ২০২১ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ছিল পঞ্চম স্থানে বর্তমানে তা ১৫তে।

19 তম স্থানে আছে পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। গত বছরের স্কোর ছিল ৬৫.১৭, বর্তমান স্কোর হয়েছে ৬৫.০৫।

রাজ্যের সেরা ১০ টি কলেজের তালিকা:

১.মিরান্ডা কলেজ।
২.হিন্দু কলেজ।
৩.প্রেসিডেন্সি কলেজ।
৪. পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস।
৫.সেন্ট জেভিয়ার্স কলেজ।
৬.আত্মারাম সনাতন ধর্ম কলেজ।
৭.লয়লা কলেজ।
৮.রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)।
৯.কিরোরি মাল কলেজ।
১০.লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস।

দেশের সেরা ১০০ কলেজে পশ্চিমবঙ্গে কলেজ:

সেন্ট জেভিয়ার্স কলেজ – ৫
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)-৮
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)-১৫
রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)-১৯
রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর-৬৪
মেদিনীপুর কলেজ-৭৩
বেথুন কলেজ, কলকাতা-৭৮
স্কটিশ চার্চ কলেজ, কলকাতা-১০০

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular