HomeBusiness ideasচাকরি পাচ্ছেন না? শুরু করুন পার্টটাইম ইনকামের রাস্তা, রইলো ৪টি অসাধারণ উপায়।

চাকরি পাচ্ছেন না? শুরু করুন পার্টটাইম ইনকামের রাস্তা, রইলো ৪টি অসাধারণ উপায়।

এখনকার দিনে অনেক ছেলে মেয়েরাই সরকারি চাকরির(Government Job) জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকে আবার টাকা উপার্জনের তাগিদে এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পরে বিভিন্ন রকম কর্মজগতে প্রবেশ করেন। বর্তমানে চাকরির বাজার ক্রমশ সংকুচিত হয়ে আসায় অনেক ছেলেমেয়েরা বিভিন্ন রকম ব্যবসার প্রতি আকৃষ্ট হচ্ছেন।

আপনিও যদি বেকার(Unemployed) বাড়িতে বসে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বেশ কয়েকটি টাকা উপার্জন করার রাস্তা(Business Ideas for Unemployed Students), যেগুলি ফলো করলে আপনারা প্রতি মাসে মোটা অংকের টাকা উপার্জন করতে পারবেন। (Best 4 Part-Time Earning Ideas)

১) স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কোচিং:

এলাকার ছোট ছোট বাচ্চাদের বা মাধ্যমিক স্তর অবধি ছাত্রছাত্রীদের টিউশনি পড়িয়ে অনেক টাকা উপার্জন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। আপনার যোগ্যতা যদি আরও বেশি হয়, তাহলে উচ্চ মাধ্যমিক এবং কলেজের ছাত্র ছাত্রীদেরও পড়াতে পারবেন।

কোচিং এর কাজটি বাড়িতে বসেই করতে পারবেন বা ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে বা কোনো কোচিং এর মাধ্যমেও করতে পারবেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

ছাত্রছাত্রীদের পড়ালে জ্ঞানের পরিধিও বাড়বে এবং অর্থ উপার্জনের একটা রাস্তাও খুলে যাবে। ছাত্র-ছাত্রীদের কে পড়িয়ে আপনারা যে অতিরিক্ত জ্ঞান অর্জন করবেন, তা আপনাদের চাকরির পরীক্ষাতে সহায়তা করবে। এই কাজে আপনারা সম্মান অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতে আপনাদের মূল্যবোধ, দায়বদ্ধতা ইত্যাদি বৃদ্ধি পাবে।

২) বিভিন্ন ব্লগে কন্টেন্ট রাইটিং শুরু করুন:

ছাত্রছাত্রীদের জন্য বাড়িতে বসে উপার্জন করার অন্যতম একটি উপায় হলো ব্লগিং(Blogging Job) করা। বিভিন্ন সোশ্যাল প্লাটফর্ম এর লেখালেখির মাধ্যমে আপনারা অনেক টাকা উপার্জন (Earning) করতে পারবেন। ব্লগিংয়ের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে অন্তত ৫০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন।

কনটেন্ট রাইটিং(Content Writing) এ বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখালিখির কাজ করতে হয়। এখানে সাম্প্রতিক কোনো ঘটনা, চাকরির বিজ্ঞপ্তি, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আপনারা লিখতে পারেন। এর জন্য আপনাকে ভাষা এবং ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

৩) ডাটা এন্ট্রি জব:

ডাটা এন্ট্রি কাজের মাধ্যমে আপনারা মাসে মোটা উপার্জন করতে পারেন। কিছু বেসরকারী সংস্থা, লোকাল শোরুম বা মার্কেটে ডাটা এন্ট্রি পদের জন্য তারা কর্মী খুঁজে থাকেন। আপনারা সেখানে অংশগ্রহণ করে একজন ডাটা এন্ট্রি অপারেটর(Data Entry Operator Job) হিসেবে কাজ করে উপার্জন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন বর্তমানে প্রচুর ডাটা এন্ট্রি জব দেওয়া নামে প্রতারণা হয়ে থাকে। সুতরাং ভালোভাবে বুঝে তারপর এই কাজ শুরু করবেন, সে যে কম্পানিতেই করুন না কেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

ইন্টারনেটে সার্চ করে বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ খুঁজতে পারেন, তবে অবশ্যই সেগুলি একবার ভেরিফাই করে নেবেন।

৪) ফুড ডেলিভারি করুন:

বর্তমানে মানুষের বাড়িতে খাবার তৈরি করার সময় এর অভাব। এজন্য তারা অনলাইন অ্যাপ এর মাধ্যমে বাইরে থেকে খাবার অর্ডার করে থাকে । Zomato, Swiggy থেকে শুরু করে বর্তমানে বহু অ্যাপ খাবার ডেলিভার করে। এই সংস্থাগুলির ফুড ডেলিভারি(Delivery) পার্সন হিসাবে কাজ করে আপনারা প্রতিমাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন।

আপনার যদি এই কোম্পানিগুলিতে কাজের জন্য আবেদন করেন তাহলে খুব সহজেই আপনারা কাজ পেয়ে যাবেন, কারন এই সংস্থাগুলিতে প্রচুর ডেলিভারি(Delivery) বয় এবং ডেলিভারি গার্ল এর দরকার হয়।

প্রত্যেক মাসে আপনারা ২০ হাজার টাকা বা তার বেশি উপার্জন করতে পারবেন। এখানে আপনি পার্টটাইম বা ফুলটাইম যে কোন হিসাবে কাজ করতে পারেন। তাছাড়া সারাদিন অন্যান্য কাজ করার পর রাতে নাইট শিফটেও কাজ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular