HomeJob updatesBECIL Recruitment: রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে DEO পদে নিয়োগের সুযোগ, জানুন বিস্তারিত।

BECIL Recruitment: রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে DEO পদে নিয়োগের সুযোগ, জানুন বিস্তারিত।

যেসব চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় সংস্থায় কাজ করতে ইচ্ছুক, তাঁদের জন্য রয়েছে একটি সুখবর। কেন্দ্রীয় নামী সংস্থা BECIL এ রয়েছে কর্মী নিয়োগের সুযোগ। সম্প্রতি সংস্থাটির তরফে এই সুখবর জানিয়ে প্রকাশিত করা হয়েছে বিজ্ঞপ্তি। নূন্যতম উচ্চমাধ্যমিক পাশেই (Higher Secondary Passed) করতে পারেন আবেদন। নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

Employment No.:

BECIL/HRMS/AIIA/Advt.2023/384

১) পদের নাম:

Data Entry Operator

মোট শূন্যপদ:

১০ টি।

শিক্ষাগত যোগ্যতা:

i) এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী সার্টিফিকেট (Degree Certificate) অর্জন করে থাকতে হবে।
ii) প্রার্থীর অবশ্যই নূন্যতম ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট (Diploma Certificate in Computer) থাকা আবশ্যিক।

মাসিক বেতন:

১৮,৮৪০/- টাকা।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

২) পদের নাম:

Ward Attendant

মোট শূন্যপদ:

১৬ টি।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের আবেদনের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক (Higher Secondary) অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন:

১৮,৮৪০/- টাকা।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

৩) পদের নাম:

Staff Nurse

মোট শূন্যপদ:

২০ টি।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে BSC Nursing Course এ পূর্ণ সময়ের শংসাপত্র (Certificate of Full Time Course) থাকা আবশ্যিক।

মাসিক বেতন:

৩৭,৫০০/- টাকা।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে BECIL -এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) প্রবেশ করে ‘Careers Section’ এ গিয়ে ‘Registration Form’ অপশনে ক্লিক করতে হবে।
iii) এবারে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সমেত আবেদনপত্রটি (Application Form) সঠিকভাবে পূরণ করতে হবে।
iv) সবশেষে আবেদন ফি (Application Fee) জমা দিয়ে আবেদনপত্রটি Submit করুন।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

আবেদন ফি:

i) General/ OBC/ Women: ৮৫৫/- টাকা।
ii) Others: ৫৩১/- টাকা।

আবেদনের শেষ তারিখ:

১৯ অক্টোবর, ২০২৩

এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular