HomeJob updatesরাজ্যের কলেজে Group-C পদে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের কলেজে Group-C পদে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যে Group-C পদে Bankura Institute of Engineering College এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য সুখবর। আবেদন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে জেনে নিন।

নিয়োগ বোর্ড:

Bankura Development Engineering College

পদের নাম:

i) Assistant Professor
ii) Laboratory Assistant

শূন্যপদের সংখ্যা:

এখনো পর্যন্ত বিশদে জানানো হয়নি।

আবশ্যিক যোগ্যতা:

i) Assistant Professor (Mechanical Engineering): এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে First Class সহ BE/B.Tech এবং ME/M.Tech ডিগ্রি থাকতে হবে।
ii) Laboratory Assistant (Physics and Chemistry):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Decipline এ Diploma এবং Physics/Chemistry তে B.Sc করে থাকতে হবে।

বয়সসীমা:

বয়সের সীমা AICTE এর নিয়ম অনুযায়ী ঠিক করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউ নেওয়ার দিন প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য (Every Documents) সমেত নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

See also  SSKM হাসপাতালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করুন।

মাসিক বেতন:

AICTE নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের।

বিজ্ঞপ্তির তারিখ:

০৫/০৯/২০২৩

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Interview নেওয়ার তারিখ:

14/09/2023

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular