HomeJob updatesরাজ্যের কলেজে Group-C পদে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের কলেজে Group-C পদে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যে Group-C পদে Bankura Institute of Engineering College এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য সুখবর। আবেদন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে জেনে নিন।

নিয়োগ বোর্ড:

Bankura Development Engineering College

পদের নাম:

i) Assistant Professor
ii) Laboratory Assistant

শূন্যপদের সংখ্যা:

এখনো পর্যন্ত বিশদে জানানো হয়নি।

আবশ্যিক যোগ্যতা:

i) Assistant Professor (Mechanical Engineering): এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে First Class সহ BE/B.Tech এবং ME/M.Tech ডিগ্রি থাকতে হবে।
ii) Laboratory Assistant (Physics and Chemistry):
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Decipline এ Diploma এবং Physics/Chemistry তে B.Sc করে থাকতে হবে।

বয়সসীমা:

বয়সের সীমা AICTE এর নিয়ম অনুযায়ী ঠিক করা হবে।

আবেদন প্রক্রিয়া:

আলাদা করে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউ নেওয়ার দিন প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য (Every Documents) সমেত নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

মাসিক বেতন:

AICTE নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের।

বিজ্ঞপ্তির তারিখ:

০৫/০৯/২০২৩

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Interview নেওয়ার তারিখ:

14/09/2023

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular