HomeNewsসেপ্টেম্বরে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আগে জেনে না রাখলে পড়তে পারেন...

সেপ্টেম্বরে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আগে জেনে না রাখলে পড়তে পারেন সমস্যায়।

আগস্ট মাসের শেষের সপ্তাহ চলছে। আর কিছুদিন পরেই শুরু হবে নতুন মাস, সেপ্টেম্বর(September)। প্রতি মাসের মত সেপ্টেম্বর মাসেও থাকবে RBI এর তরফে তৈরি তালিকা অনুযায়ী ছুটি। ব্যাঙ্কে ছুটির দিন গিয়ে যাতে আপনাকে সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য আগেই জেনে রাখা ভালো এই ছুটির তালিকা।

সরকার যেমন সরকারি কর্মচারীদের (Government Employee) নির্দিষ্ট ছুটির তালিকা অনুযায়ী ছুটি দেয়, ঠিক তেমনি Reserve Bank of India অর্থাৎ RBI এর তরফে ছুটি ঘোষণা করা হয় ব্যাঙ্কেও। থাকে ভিন্ন তালিকা। এই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী মাস সেপ্টেম্বরে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! রাজ্য অনুযায়ী ভিন্ন হলেও সমস্যায় পড়ার আগে জেনে নিন এই ছুটির তালিকা।

প্রতিটি রাজ্যের রাজ্য সরকার (State Government) তাদের আঞ্চলিক উৎসব অনুষ্ঠানের ভিত্তিতে ছুটি ঘোষণা করে থাকে। RBI সেই অনুযায়ীও ছুটির তালিকা করে থাকে। ফলস্বরূপ বিভিন্ন রাজ্যের ছুটির তালিকা বিভিন্ন হয়। আবার এমনিতেই সমস্ত রাজ্যের ব্যাঙ্কগুলিতে National Holiday অনুযায়ী এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবারের ছুটি অনুযায়ী সব জায়গায় একই দিনে ব্যাংক বন্ধ থাকে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

দেখে নেওয়া যাক বাকি ব্যাঙ্কের ছুটিগুলো:

৩ সেপ্টেম্বর : রবিবার হবার জন্য দেশের সমস্ত রাজ্যের ব্যাঙ্ক এবং ব্যাঙ্কের শাখা বন্ধ।
৬ সেপ্টেম্বর : শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ সেপ্টেম্বর : শ্রী কৃষ্ণ অষ্টমী উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৯ সেপ্টেম্বর : মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
১০ সেপ্টেম্বর : রবিবার তাই দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
১৭ সেপ্টেম্বর : রবিবার তাই দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
১৮ সেপ্টেম্বর : বিনায়ক চতুর্থী উপলক্ষে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে।
১৯ ও ২০ সেপ্টেম্বর : গনেশ চতুর্থী উপলক্ষে এই ২ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।
২২ সেপ্টেম্বর : তারিখে শ্রী নারায়ন গুরুর সমাধি দিবস হিসাবে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৩ সেপ্টেম্বর : মাসের চতুর্থ শনিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্ক এবং ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
২৪ সেপ্টেম্বর : রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
২৫ সেপ্টেম্বর : শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী হওয়ায় ব্যাঙ্ক ছুটি।
২৮ সেপ্টেম্বর : মিলাদ-ই-শরীফ হওয়ায় ব্যাঙ্ক ছুটি।
২৯ সেপ্টেম্বর : ঈদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আগামী মাসে ব্যাঙ্কে কাজ থাকলে অবশ্যই উপরোক্ত দিনগুলিকে এড়িয়ে (Avoid) যাবেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular