রাজ্যের পার্শ্বশিক্ষকদের জন্য একটি দুঃসংবাদ। উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা যাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, সেজন্য রাজ্যের কিছু পার্শশিক্ষকরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Avijit Gangopadhyay) দারস্থ হয়েছিলেন। আবেদনকারীদের পক্ষেই রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশই খারিজ করলো বিচারপতির সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ(Division Bench)।
২০২২ সালে পার্শ্ব শিক্ষকদের আবেদনের ভিত্তিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন। সেই নির্দেশই এবার খারিজ হয়ে গেল।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার ছিল এই আবেদনের শুনানি। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়(Primary Teacher Recruitment) অংশগ্রহণ করতে পারবেন না।
এবার থেকে তাই রাজ্যের উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন না রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। তবে তারা উচ্চ প্রাথমিকে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই।