রাজ্যে নার্সিং কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (Admission Test in Nursing Course) অর্থাৎ ANM-GNM পরীক্ষার দিনক্ষণ বদল করা হলো। সম্প্রতি গত ১৯শে জুন রাজ্যের Joint Entrance Board এর তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে (Notification) এই নয়া সময়সূচি সম্পর্কে জানানো হয়েছে। জেনে নিন বিস্তারিত।
চলতি বছরের ANM-GNM পরীক্ষা ২রা জুলাই, বেলা ১২টা থেকে হবার কথা ছিলো। কিন্তু রাজ্যের Joint Entrance Board এর তরফে জানানো হয়েছে যে, কিছু অনিবার্য পরিস্থিতির কারণে এই পরীক্ষার দিনক্ষণ পরিবর্তিত হয়েছে। তাহলে কবে হবে এই পরীক্ষা? আসুন জানা যাক।
পরীক্ষার দিনসুচি পরিবর্তিত হয়ে এই বছর ANM-GNM পরীক্ষা হতে চলেছে আগামী ২৩শে জুলাই, সকাল ১১টা থেকে। স্বাভাবিক ভাবেই পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের কারণ অ্যাডমিট কার্ড প্রকাশের দিনও (The Date of Publication of Admit Card) পরিবর্তিত হয়েছে।
প্রসঙ্গত বলে রাখি যে আগামী ১৭ই জুলাই থেকে নতুন পরীক্ষাসূচি এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড (Exam Routine and Admit Card Download) করতে পারবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষা হবে অফলাইনে অর্থাৎ পেন ও পেপার মোডে(Pen and Paper Mode)।
পরীক্ষার প্রশ্নের ধরণ কেমন হবে?
সব মিলিয়ে ১০০টি প্রশ্ন আসবে MCQ টাইপের এবং পূর্ণমান ১১৫। উত্তর করতে হবে OMR শিটে এবং মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
-Written by Riya Ghosh