রাজ্যের মেয়েদের স্বাবলম্বী (Independent) করার উদ্দেশ্য প্রধানত নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়ি কর্মী(Anganwadi Karmi)। কেবলমাত্র মহিলারাই এই পদগুলোতে কাজ করতে পারেন। প্রায় সময়েই কর্মী নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়িতে। বর্তমানেও কয়েকটি জেলায় চলছে এই নিয়োগ প্রক্রিয়া। নুন্যতম অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশেই করা যায় পদগুলিতে আবেদন। বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। কিন্তু এই নিয়মে এবার বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। কিরকম? আসুন জানা যাক।
1. সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগের (Employee Recruitment in Anganwadi) সর্বোচ্চ বয়সসীমা কমিয়ে 35 বছর পর্যন্ত করা হয়েছে।
2. বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনওয়াড়িতে কর্মী এবং হেল্পার, এই দুই পদের ক্ষেত্রেই প্রার্থীকে নুন্যতম উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
উপরোক্ত এই নিয়মগুলি খুব শীঘ্রই রাজ্যে কার্যকরী করতে চলেছে কেন্দ্র। তবে এই নিয়মের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। তিনি এই বিষয়ে কেন্দ্রকে চিঠি পাঠাবেন বলেও সূত্রের খবর।
স্বাভাবিক ভাবেই এই নতুন নিয়মে অনেক মানুষই আর আবেদনের সুযোগ পাবেন না। অনেকেই আবশ্যিক যোগ্যতা বা বয়সসীমার আওতায় আসবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই এই সিদ্ধান্তের বিরোধিতা (Against the Decision) করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ সমিতির মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। তিনি সবদিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন।
-Written by Riya Ghosh