বহু পড়ুয়ারা স্নাতক এবং স্নাতকত্তরে আইন নিয়ে পড়াশোনা করতে চান। আইন নিয়ে পড়াশোনা করতে চাইলে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা কমন ল অ্যাডমিশন টেস্ট(Common Law Admission Test) (ক্ল্যাট)-এ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। চলতি বছরের জুন মাসে আগামী CLAT পরীক্ষা (CLAT Exam 2024) সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করা হয়েছিল।
কনসোরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটির(The Consortium of National Law Universities) পক্ষ থেকে গত ১ জুলাই তারিখে এই পরীক্ষা সংক্রান্ত আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করা হলো। নোটিফিকেশনে পরীক্ষার দিনক্ষণ, পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য নিয়মকানুন সম্পর্কে জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা:
CLAT পরীক্ষায় বসার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আগামী ২০২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবেন, তারা CLAT 2024 পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষায় বসার আবেদন অনলাইনে করতে হবে। পরীক্ষা হবে সম্পূর্ন অফলাইনে।
গুরুত্বপুর্ন তারিখ:
স্নাতক এবং স্নাতকোত্তরস্তরের পরীক্ষা:
03/12/2023
অনলাইনে আবেদন শুরু:
01/07/2023
আবেদন শেষ:
03/11/2023