সম্প্রতি All India Radio এর তরফে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানিয়ে জারি হয়েছে এক বিজ্ঞপ্তি। ভারতীয় নাগরিক (Indian Citizen) হলেই প্রার্থী আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি। (All India Radio Recruitment 2023)
পদের নাম:
Correspondence(PTC)
কাজের মেয়াদ:
প্রার্থীদের ৩ মাসের প্রবেশনারি পিরিয়ডে (Admission Period) থাকতে হবে। এরপর চুক্তি অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।
বয়সসীমা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Journalism বা Public Relation এ স্নাতকোত্তর ডিপ্লোমা (Diploma) বা ডিগ্রি (Degree) থাকতে হবে।
ii) প্রার্থীর অবশ্যই ন্যূনতম ২ বছরের Journalism এ কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
iii) প্রার্থীদের নিজেদের তৈরি নিউজ কালেকশন (News Collection) অতি অবশ্যই দরকার।
iv) প্রার্থীর Computer এর Word Processing এ কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
v) প্রার্থীদের বসবাসকারী জেলা সদর থেকে ১০ কিলোমিটারের মধ্যে হতে হবে।
vi) Audio Visual Media er জন্য Reporting সহ Video Record এর অভিজ্ঞতা (Experience) থাকতে হবে প্রার্থীর।
বিঃ দ্রঃ: কোনও পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে (Public Sector Undertaking or Public Sector Enterprises) নিয়োজিত প্রার্থীরা আবেদনের যোগ্য নন।
নির্বাচন পদ্ধতি:
যোগ্য প্রার্থীদের Viva নেওয়ার মাধ্যমে বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) প্রার্থীদের সমস্ত জরুরি ডকুমেন্ট (Important Document) সহ আবেদনপত্র স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের (Speed Post/Registered Post) মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেবার ঠিকানা:
Head of the Centre,
Akashvani All India Radio,
All India Radio, India’s Public Service Broadcaster, All India Radio, Haridwar By-Pass Road,
Near Rispana Pul,
Dehradun-248 001 (Uttarakhand)
আবেদনের শেষ তারিখ:
২৫/০৮/২০২৩
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে All India Radio এর Official Website এ গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh