সামনেই রয়েছে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজা উপলক্ষেই রাজ্যের সরকারি কর্মচারীরা একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন। তবে পুজোর ছুটি বাদেও অতিরিক্ত আরও দু দিন বন্ধ থাকতে পারে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠান। তবে এই ছুটি কোন সরকারি ছুটি নয়, কোন ধর্মীয় উৎসবের কারণেও ছুটি নয় বা কোন রাজনৈতিক দলের বন্ধ উপলক্ষেও এই ছুটি নয়।
বকেয়া মহার্ঘ ভাতার(Dearness Allowance) দাবিতে রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ চলতি মাসের ১০ এবং ১১ই অক্টোবর মঙ্গলবার এবং বুধবার সারা বাংলায় কর্মবিরতির ডাক দিয়েছে। রাজ্যের সমস্ত কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং সরকারি অফিস কাছারি বন্ধ রাখতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। এখনো পর্যন্ত সুপ্রিমকোর্টে অন্তিম ফয়সালা জানানো হয়নি।
রাজ্যের সরকারি কর্মচারীরা 200 দিনেরও বেশি সময় ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন। বর্তমানে তারা দাবি করছেন পুজোর আগেই তাদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। এই নিয়েই তারা দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দুদিনের কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছিল। আন্দোলন প্রদর্শিত হলেও কোনোভাবেই সেই আন্দোলন সম্পূর্ন সফল হয়নি।
বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। খুব শীঘ্রই তাদের মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত। উৎসবের মধ্যেই বড় খুশির খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা(Central Government Employees)। শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফে মহার্ঘ ভাতা(Dearness Allowance) বৃদ্ধি ঘোষণা করা হবে। বেশ কিছু মাস ধরে এই সংক্রান্ত আলোচনা চললেও এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের(Central Government) তরফে অফিসিয়ালি কোন স্টেটমেন্ট প্রকাশ করা হয়নি। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এক দুই মাসের মধ্যেই বড় সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
তবে কেন্দ্র সরকারের তুলনায় রাজ্য সরকারের দেওয়া মহার্ঘভাতা অনেকটাই কম। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ৬% হারে মহার্ঘভাতা পান। অসম মহার্ঘ ভাতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বকেয়া মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই প্রতিবাদ করছেন। এখন দেখা যাক পুজোর আগে সরকার সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেয় কিনা।