HomeJob updatesCMOH Recruitment: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

CMOH Recruitment: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যের পৌরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (Alipurduar CMOH Recruitment)

বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যে কোন নাগরিক হলেই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছেলে এবং মেয়েরা আবেদনের যোগ্য।

জেলা স্বাস্থ্য দপ্তরে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

মেডিক্যাল অফিসার
Specialist MO (Medicine, Pediatrics, Ophthalmologist)

মোট শূন্যপদ-

মেডিক্যাল অফিসার: ১ টি
স্পেশালিস্ট: ৪ টি

মাসিক বেতন-

মেডিকেল অফিসার এর ক্ষেত্রে মাসিক বেতন ৬০০০০ টাকা। স্পেশালিস্ট এর ক্ষেত্রে দৈনিক বেতন ৩ হাজার টাকা এবং সপ্তাহে তিন দিন কর্ম দিবস।

বয়সসীমা-

৬৭ বয়সের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

মেডিক্যাল অফিসার: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

Specialist MO: যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি বা সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

কোনরকম আবেদন মূল্য দেওয়ার প্রয়োজন নেই।

আবেদন পদ্ধতি-

যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট alipurduar.gov.in থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি পূরণ করে , প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহযোগে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

ইন্টারভিউ তারিখ–

২৫/০৫/২০২৩

ইন্টারভিউ স্থান–

Office of the Chief Medical Officer of Health,
Alipurduar, Babupara, Maya Talkies Road,
Ward No-12, Pin-736121

Important Links

Official Notification: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular