সম্প্রতি Aliah University-এর তরফে কর্মী নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের Chemistry Department এর তরফে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (Aliah University Recruitment)
পদের নাম:
Research Associate (RA)
প্রকল্পের অর্থ সংস্থান করার দায়িত্বে কারা আছেন?
প্রকল্পটির অর্থ সাহায্যে Science and Engineering Research Board বর্তমান।
কাজের সময়সীমা:
প্রাথমিকভাবে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে এবং পরে প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি পেতে পারে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৮ হাজার টাকা করে দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemistry/Material Science এ PhD ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) অন্যান্য যোগ্যতা জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘Homepage’ থেকে ‘Career’ অপশনে গিয়ে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ফরম্যাট অনুযায়ী নিজের যাবতীয় তথ্য সমেত নির্দিষ্ট ঠিকানায় মেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৩ সেপ্টেম্বর, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।
Interview নেওয়ার তারিখ ও সময়:
আগামী ২৭ সেপ্টেম্বর বেলা ২টো থেকে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ (Interview) নেওয়া হবে।
Interview-এর স্থান:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (Website) দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh