Air India হলো ভারতের এক পরিবহন সংস্থা যাতে প্রচুর মানুষ আরামে যাতায়াত করতে পারে। এই Air India এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। নুন্যতম মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ পাবেন যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা।আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন। (Recruitment in Air India)
Employment No.:
AIASL/05-03/BOM/353
১) পদের নাম:
Handyman
মোট শূন্যপদ:
৯৭১ টি।
২) পদের নাম:
Utility Agent
মোট শূন্যপদ:
২৭ টি। (পুরুষ- ২০ টি, মহিলা- ৭ টি)
শিক্ষাগত যোগ্যতা:
i) উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীকে নুন্যতম মাধ্যমিক উত্তীর্ণ (Madhyamik Passed) হতে হবে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
ii) এছাড়াও প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষতা (Ability in Local Language) অর্জন করতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীদের মাসিক ২১,৩৩০/- টাকা বেতন হিসেবে প্রদান করা হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) প্রথমে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Download the Application and Print Out) বের করে নিতে হবে।
iii) এবারে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীকে।
iv) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হলে আবেদন সমেত সমস্ত তথ্য নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন মুল্য:
i) UR/OBC/EWS: ৫০০/- টাকা
ii) SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
আবেদন মুল্য পাঠাতে হবে Demand Draft এর মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
To HRD Department,
AI Airport Service Limited,
GSD Complex,
Near Sahar Police Station,
CSMI Airport,
Terminal-2, Gate No. 5,
Sahar, Andheri-East,
Mumbai- 400099
আবেদনের শেষ তারিখ:
আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Links:
Official Website: Click Here
-Written by Riya Ghosh