HomeJob updatesউচ্চমাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

উচ্চমাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

Air India হলো ভারতের প্রসিদ্ধ বিমান পরিবহন সংস্থা। সম্প্রতি রাজ্যে এয়ার ইন্ডিয়াতে কেবিন ক্রু (Cabin Crew) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (Air India Recruitment)

পদের নাম:

Cabin Crew (Female)

শিক্ষাগত যোগ্যতা:

i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ (Higher Secondary Passed) করে থাকতে হবে।
ii) আবেদনকারী প্রার্থীদের বিমান নিরাপত্তা (Flight Security) বিষয়ে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।
iii) এছাড়াও ফ্লাইং ডিউটি (Flight Duty) মেনে চলার জন্য আবেদনকারীদের শারীরিক যোগ্যতার (Physical Ability) মাপকাঠি উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন (Registration) করতে হবে।
iii) রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীদের বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র (Verified Email ID, Mobile Number, Educational Qualification, Date of Birth Certificate) সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউ (Direct Interview) নেওয়ার মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।

ইন্টারভিউ নেওয়ার তারিখ:

আগামী ১৮ আগস্ট, ২০২৩।

ইন্টারভিউয়ের স্থান:

Holiday Inn,
Biswa Bangla Sarani,
Near City Centre 2,
Dash Drone, Newtown,
Kolkata – 700136

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য Air India এর Website এ গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular