HomeScholarshipঐক্যশ্রী স্কলারশিপ 2023: কিভাবে আবেদন করবেন? কারা আবেদনের যোগ্য? সুবিধা কি? জানুন

ঐক্যশ্রী স্কলারশিপ 2023: কিভাবে আবেদন করবেন? কারা আবেদনের যোগ্য? সুবিধা কি? জানুন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে যেমন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প আছে, তেমনি রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ।

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য যেকটি স্কলারশিপ চালু করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হলো ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship 2023)। আজকের প্রতিবেদনের ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে যাবতীয় সমস্ত খুঁটিনাটি তথ্য জানানো হবে।

আজকের এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন:

১. ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প কি?
২. ঐক্যশ্রী স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?
৩.ঐক্যশ্রী স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?
৪.ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনকারীর যোগ্যতা কি?
৫. ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
৬. ঐক্যশ্রী স্কলারশিপে কিভাবে আবেদন করবেন?
৭.কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাস চেক করবেন?

১. ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প কি?
(What is Aikyashree Scholarship Scheme?)

বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা কলেজের বিভিন্ন পরীক্ষায় পাশ করেছেন এবং পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা ঐক্যশ্রী স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিভাগ এবং অর্থ নিগম দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই ঐক্যশ্রী প্রকল্প চালু করা হয়েছে।

২. ঐক্যশ্রী স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?
(Aikyashree Scholarship Ammount 2023)

প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা একটি ক্লাস পাস করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছেন , তারা প্রত্যেক বছরে ১১০০ টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত পাবে সরকারের তরফ থেকে। এই বিভাগটিকে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগের স্তর পর্যন্ত স্কলারশিপ হিসেবে ভাগ করা হয়েছে।

যে সমস্ত ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন, এমফিল ইত্যাদি করছেন , তারা প্রত্যেক বছরে ১০২০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত পাবেন সরকারের তরফ থেকে। এই বিভাগটিকে পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ বিভাগের অন্তর্গত করা হয়েছে।

৩. ঐক্যশ্রী স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?
(Who Can Apply for Aikyashree Scholarship 2023?)

রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন এবং অর্থ নিগম দপ্তর(WBMDFC)। সংখ্যালঘু শ্রেণীভক্ত পড়ুয়া, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, পার্সি এবং জৈন পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলারশিপ প্রোগ্রামে সংখ্যালঘু পড়ুয়া ছাড়া অন্য কোন পড়ুয়ারা আবেদন করতে পারবেন না।

৪. ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনকারীর যোগ্যতা কি?
(Qualification For Applying For Aikyashree Scholarship?)

প্রি ম্যাট্রিক বিভাগে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠরত পড়ুয়ারা এবং পোস্ট ম্যাট্রিক বিভাগের উচ্চ মাধ্যমিক ,আইটিআই ,ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েশন ,গ্রাজুয়েশন, এমফিল ইত্যাদি বিষয়ে যারা পাঠরত, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

পূর্ববর্তী পরীক্ষায় প্রার্থীকে অবশ্যই নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় এর পরিমাণ ২ লক্ষ টাকার কম হতে হবে। তবেই আবেদন করা যাবে। এছাড়া যিনি স্কলারশিপের জন্য আবেদন করছেন, তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৫. ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
(Which Documents are Required For Applying Aikyashree Scholarship?)

যিনি স্কলারশিপ এর জন্য আবেদন করছেন তার শেষ পরীক্ষার মার্কশিট, যেখানে নূন্যতম ৫০ শতাংশ নম্বর রয়েছে, মাধ্যমিক পাস করার পর আবেদন করতে গেলে মাধ্যমিক এর এডমিট কার্ড, ক্লাসে ভর্তির রসিদ, পারিবারিক ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাস বইয়ের জেরক্স, বসবাসের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি। এই ডকুমেন্টগুলো দরকার হবে স্কলারশিপে আবেদন করার জন্য।

৬.ঐক্যশ্রী স্কলারশিপে কিভাবে আবেদন করবেন?
( How to Apply For Aikyashree Scholarship?)

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে গেলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর একটি ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।

৭. ঐক্যশ্রী স্কলারশিপ এর স্ট্যাটাস চেক করবেন কিভাবে?
(How to Check Aikyashree Scholarship Status?)

West Bengal Minorities’ Development & Finance Corporation (WBMDFC) -এর অফফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ঐক্যশ্রী স্কলারশিপ এর স্ট্যাটাস চেক করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular