HomeEducation Newsকলকাতাতে ভেটেরিনারি পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করার দারুণ সুযোগ। জানুন বিস্তারিত।

কলকাতাতে ভেটেরিনারি পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করার দারুণ সুযোগ। জানুন বিস্তারিত।

আপনি কি Veterinary Public Health নিয়ে পড়াশোনা করতে চান? Bachelor of Medicine, Bachelor of Surgery নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষায় (Higher Education) যেতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ এই কলকাতার বুকেই। কিরকম সুযোগ? আসুন দেখি।

সম্প্রতি All India Institute of Hygiene and Health এর তরফে প্রকাশিত হয়েছে স্নাতকোত্তর স্তরে (Masters Degree) ভর্তির বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসেই Master of Veterinary Public Health এর কোর্সের জন্য চালু হয়েছে আবেদনের পোর্টাল(Portal)।

কে কে আবেদনের যোগ্য?

  • i) যে সমস্ত পড়ুয়ারা Bachelor of Medicine, Bachelor of Surgery অর্থাৎ MBBS ডিগ্রি লাভ করেছেন, শুধুমাত্র তাঁরাই আবেদনের যোগ্য।
  • ii) যেসব পড়ুয়ারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor of Veterinary Science and Animal Husbandry বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি (Masters Degree) লাভ করেছেন, তাঁরাও আবেদনের যোগ্য।

আবেদনের শর্তাবলি:

  • i) আবেদনকারীদের ইতিমধ্যেই কোনো ইন্টার্নশিপ (Internship) সম্পূর্ণ করার শংসাপত্র (Certificate) থাকতে হবে।
  • ii) Veterinary Science বিভাগে কেন্দ্র অথবা রাজ্য সরকারের আওতায় যাঁরা এক বা একাধিক বছর সময় কাজ করেছেন, তাঁরা অগ্রাধিকার পাবেন।
See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

ভর্তির প্রক্রিয়া:
কোর্সটিতে ভর্তি নেওয়া হবে মেধাতালিকায় (Merit List) থাকা নামের ভিত্তিতে।

আবেদন করার শেষ দিন:
আগামী ২০ জুন, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে এমনটাই ঠিক করা হয়েছিল তবে বর্তমানে এই দিনসংখ্যা বেড়ে ১১ জুলাই, ২০২৩ পর্যন্ত করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড (Download) করে পূরণ করতে হবে।
iii) আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর যাবতীয় জরুরি তথ্য (Important Documents) জমা দিতে হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) চোখ রাখুন।

Important Link
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular