HomeJob updatesAICTE কেরিয়ার চালু করলো নতুন পোর্টাল, প্রায় ৩০ লক্ষ পড়ুয়া পাবেন এই...

AICTE কেরিয়ার চালু করলো নতুন পোর্টাল, প্রায় ৩০ লক্ষ পড়ুয়া পাবেন এই সুবিধা।

AICTE বা All India Council for Technical Education Apna.com চালু করলো একটি নতুন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা এবার থেকে খুব সহজেই চাকরি পাবেন। কারণ এই পোর্টাল প্রায় ৩০ লক্ষ বা তারও বেশি পড়ুয়াদের চাকরি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। এই নয়া পোর্টালের নাম রাখা হয়েছে AICTC Career Portal!

কী কী সুবিধা দেবে এই পোর্টাল?

All India Council for Technical Education এর চেয়ারম্যান টি জি সীতারামের কথায় এই পোর্টাল এমন একটি সহযোগিতা মূলক সংস্থা যা প্রতিভাবান পড়ুয়াদের চাকরি দেবে এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে।

কারা পাবেন এই পোর্টালের সুযোগ?

এই উদ্যোগটি শুধুমাত্র নতুন স্নাতক পড়ুয়া এবং চাকরিপ্রার্থীদের জন্যই তৈরি করা হয়েছে যাতে তারা নিজেদের ক্যারিয়ার শুরু করতে এবং পেশাগত চাহিদা পূরণের দিকে এগোতে পারে।

কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে?

১) এই নয়া পোর্টালটি ভারতে এবং বিদেশে চাকরির সুযোগ দেবে।
২) AI অথবা Artificial Intelligence অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রার্থীদের সাহায্য করবে বায়োডেটা তৈরিতে।
৩) কোনো ধরনের কাজের সুযোগ এলে নির্ভুল তথ্য সঙ্গে সঙ্গে জানানো হবে বিজ্ঞপ্তির মাধ্যমে।
৪) বিভিন্ন নতুন ধরনের পদ্ধতির মাধ্যমে প্রার্থীদের ভবিষ্যতে কর্মক্ষমতা বৃদ্ধি করবে।
৫) এই পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি গুগল, অ্যাপল এবং মাইক্রোসফটের মতো বিখ্যাত কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ পাবে।
৬) এই পোর্টালের মাধ্যমে কলেজের পরীক্ষার ফলাফল দেখানোর জন্য ড্যাশবোর্ডের মতো বিকল্পগুলি উপলব্ধ করা হবে।
৭) শিক্ষার্থীরা নিজেদের প্রফেশনাল বৃদ্ধি করতে এই পোর্টালের তৈরি উপলব্ধ অ্যাফিনিটি ভিত্তিক গ্রুপে যোগ দিতে পারার সুযোগ পাবে যার মাধ্যমে নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতির সুযোগ পাওয়া যাবে।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular