HomeJob updatesAgniveer Reservation: BSF-এ ১০% সংরক্ষণ, বয়সে ৩ বছর ছাড়। আর কি কি...

Agniveer Reservation: BSF-এ ১০% সংরক্ষণ, বয়সে ৩ বছর ছাড়। আর কি কি সুবিধা পাবেন অগ্নিবীররা? জানুন

অগ্নিবীরদের জন্য চালু হলো নতুন কিছু সুবিধা। এবার থেকে সীমান্ত রক্ষা বাহিনীতে(BSF) ১০% আসন সংরক্ষিত থাকবে অগ্নিবীরদের জন্য (Agniveer Reservation)। যদি কোন প্রার্থী অগ্নিবীর হিসেবে কাজ করার পর বিএসএফের যোগদান করতে চান, তবে তাদের তাহলে তার জন্য রয়েছে একাধিক সুযোগ। বর্তমানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর পরে BSF-ই ভারতের দ্বিতীয় বৃহত্তম আধা সামরিক বাহিনী

১০% সংরক্ষণের পাশাপাশি বয়সের ছাড় দেওয়া হয়েছে অগ্নিবীরদের জন্য। সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ BSF এ যোগদানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় পাবেন তাঁরা।

এছাড়া শারীরিক দক্ষতার পরীক্ষা, প্রশিক্ষণের ক্ষেত্রেও রয়েছে তাদের সুবিধা। যেহেতু অগ্নিবীর পদে যোগদান করার সময় তাদের একবার শারীরিক দক্ষতার পরীক্ষা এবং প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এজন্য BSF এ যোগদান করার সময় তাদের আলাদা করে কোন শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবেনা

অগ্নিবীর হিসেবে অস্থায়ীভাবে কাজ করার পর স্থায়ীভাবে কাজ করতে চাইলে সীমান্ত রক্ষা বাহিনীতে তাদের জন্য থাকছে ১০% সংরক্ষিত আসন। এরপর থেকে কোন অস্থায়ী অগ্নিবীর কাজ শেষ হওয়ার পর যদি স্থায়ীভাবে রক্ষা বাহিনীতে যোগদান করতে চান, তবে তাদের জন্য এই নতুন নিয়ম চালু হলো। গত ৬ মার্চ কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়মের কথা উল্লেখ করেছে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

প্রসঙ্গত অগ্নিপথ স্কিমে (Agnipath Scheme) মাত্র চার বছরের জন্য জওয়ানদের নিয়োগ করা হচ্ছে। এই জওয়ানদেরই নাম দেওয়া হয়েছে অগ্নিবীর। অগ্নিবীরদের মধ্যে সেরা দক্ষতা থাকা ২৫% প্রার্থীকে ১৫ বছরের জন্য নিয়মিত ক্যাডার হিসাবে নিয়োগ করা হবে জানানো হয় কেন্দ্রের তরফে। অগ্নিপথের স্কিমের মাধ্যমে সেনা জওয়ানদের গড় বয়স কমিয়ে আনার পরিকল্পনা করেছিল কেন্দ্র সরকার। এছাড়া সেনাবাহিনীতে যাতে বেশি সংখ্যক দক্ষ জওয়ানরা থাকে, সেজন্যই এই পরিকল্পনা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular