HomeEducation Newsআবারো ছুটি হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে, খবর শিক্ষা দপ্তরে সূত্রে। আগেই জেনে...

আবারো ছুটি হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে, খবর শিক্ষা দপ্তরে সূত্রে। আগেই জেনে নিন তারিখ।

গত মে মাসের ২ তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছিল গরমের ছুটি। প্রায় দীর্ঘ দেড় মাস গরমের ছুটি কাটানোর পর গত বৃহস্পতিবার খুলেছে রাজ্যের স্কুলগুলি(Government School)। স্কুল খোলার সাথে সাথে চিন্তার ভাঁজ শিক্ষক-শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কপালে। এতদিন স্কুল বন্ধ থাকার দরুণ সিলেবাস অনেকটাই বাকি রয়েছে। তার উপর সামনে রয়েছে ইউনিট টেস্ট পরীক্ষা। পাশাপাশি গরমের দাবদহ বাড়ার কারণে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা স্কুলে আসার পর অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

এমন অবস্থায় পুনরায় স্কুল ছুটি হবার খবর জানা গেল শিক্ষা দপ্তরের(West Bengal Education Department) সূত্রে। আবারো ছুটি পড়তে চলেছে রাজ্যর সরকারি স্কুল গুলিতে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামী জুলাই মাসে প্রায় এক সপ্তাহ ধরে রাজ্যের একাধিক সরকারি স্কুল বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী ৮ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের পঞ্চায়েত ভোট (Panchayeet Election Wb 2023) এবং ভোট গণনা (Panchayet Vote Counting) হবে আগামী ১১ই জুলাই। রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত স্কুলগুলির নাম রাজ্যের ভোটিং পোলিং স্টেশনের তালিকায় আছে, সেই সমস্ত স্কুলগুলিতে মোটামুটি এক সপ্তাহ ধরে ছুটি চলতে পারে। রাজ্য নির্বাচন কমিশনের(West Bengal Election Commission) সাথে শিক্ষা দপ্তরের আলোচনার পরেই ছুটি সংক্রান্ত বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

দীর্ঘ দেড় মাস গরমের ছুটির কারণে ছাত্র-ছাত্রীদের সিলেবাস অনেকটাই বাকি রয়ে গেছে। স্কুল খোলার পর শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছিল অতিরিক্ত ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের সিলেবাস সম্পূর্ণ করার জন্য। যদি আগামী মাসে স্কুল বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে সিলেবাস নিয়ে আরো পিছিয়ে যাবে ছাত্রছাত্রীরা। আগামী আগস্ট মাসের প্রথম দিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের দ্বিতীয় পর্যায়ক্রমিক টেস্ট নেওয়া হবে। তারই মাঝে যদি আবার স্কুল ছুটি পড়ে যায়, তাহলে ছাত্র-ছাত্রীদের জন্য বেশ চাপের ব্যাপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular