১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে স্নাতকোত্তরের (Masters Degree) ভর্তি প্রক্রিয়া। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দফতরের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী মেধা তালিকা (Merit List) প্রকাশের শেষ তারিখও জানিয়ে দিয়েছে দফতর। জানুন বিস্তারিত।
রাজ্য উচ্চ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে স্নাতকোত্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া (Admission Process in Masters Degree) শুরু করতে চলেছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে প্রকাশ করতে হবে মেধাতালিকা(Merit List)। এছাড়া আগামী ৩ অক্টোবরের মধ্যে প্রথম সেমিস্টারের (First Semester) ক্লাস শুরুর কথাও বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
সূত্র অনুযায়ী জানা গেছে যে এই শিক্ষাবর্ষের চূড়ান্ত পর্যায়ের ফলাফল (Result of Final Semester) প্রকাশ আগামী ৩১ আগস্টের মধ্যে করতে হবে এবং নতুন শিক্ষাবর্ষের এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে অনলাইনে। এই বিষয়ে দ্রুত কার্য সম্পন্নের নির্দেশও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতেই অভ্যন্তরীণ (Internal) অর্থাৎ নিজস্ব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং নিজেদের শিক্ষার্থীদের জন্য ৮০% সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি আসন বহিরাগত (External) অর্থাৎ বাইরের কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে।
এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যেমন রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়গুলিকে (Universities like Rabindrabharati, Jadavpur and Presidency University) বলে দেওয়া হয়েছে অভ্যন্তরীণ পড়ুয়াদের (Internal Students) জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষণ করার কথা। সেখানে বাকি মাত্র ১০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়াদের জন্য সংরক্ষিত (Reserved) রাখা থাকবে।
তবে হ্যাঁ, যদি নিজেদের প্রতিষ্ঠানের পড়ুয়াদের ভর্তির পরেও আসন ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে আসনগুলিতে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ইতিমধ্যেই এইসব নিয়মাবলী রাজ্যের সকল বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর।
-Written by Riya Ghosh