HomeJob updates906 টি শূন্যপদে এয়ারপোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! মাস গেলে মিলবে মোটা টাকার...

906 টি শূন্যপদে এয়ারপোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! মাস গেলে মিলবে মোটা টাকার মাইনে, জানুন বিস্তারিত। 

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অনেকগুলি শূন্যপদ নিয়ে AAI Cargo Logistics and Allied Services Company Limited এর তরফে এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চুক্তিভিত্তিক এই কাজের জন্য অবশ্যই রয়েছে নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন।

নোটিশ প্রকাশ:

AAICLAS/HR/CHQ/Rectt/SS(F)/2023

নোটিশ নং:

14/11/2023

পদের নাম:

Security Screener (Fresher)

শূন্যপদ:

মোট 906 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি (Graduation Degree) অর্জন করে থাকতে হবে এবং ইংরেজি, হিন্দি অথবা আঞ্চলিক ভাষায় (English, Hindi or Local Language) পারদর্শী হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স নূন্যতম 18 থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

তিন বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে যথাক্রমে 30,000 টাকা, 32,000 টাকা এবং 34,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে নিজেদের নাম রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
  • iii) এরপরে প্রার্থীকে নিজের পাসপোর্ট সাইজ ছবি এবং নিজের সাক্ষর (Passport Size Photo and Signature) সঠিক ভাবে আপলোড করার পরে আবেদন মূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ পদ্ধতি:

  • i) Physical টেস্ট
  • ii) Communication Test এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান:

বিভিন্ন এয়ারপোর্টে (Airport) কর্মীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:

i) Male Candidates of GEN and OBC:

750 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

ii) Female Candidates/ SC/ST/PWD/EWS:

100 টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের সময়সীমা:

আগামী 08/12/023 পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular