SAIL অর্থাৎ Steel Authority of India Limited জারি করলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ করা হবে একাধিক পদে। ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা করতে পারেন এই পদের জন্য আবেদন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম:
Management Trainee(Technical)
শূন্যপদের সংখ্যা:
২৪৯ জন।
প্রশিক্ষণ শেষে আরো এক বছর প্রার্থীকে রাখা হবে Assistant Manager হিসেবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে মাসিক ৫০,০০০-১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন হিসেবে দেওয়া হবে।
Promotion বা পদোন্নতি হলে এই বেতন বৃদ্ধি পেয়ে হবে ৬০,০০০-১,৮০,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical, Civil, Computer, Electrical, Electronics, Instrumentation, Mechanical and Metallurgical Engineering বা এই ধরণের কোনো বিষয়ে নুন্যতম ৬৫% নম্বর প্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীকে অবশ্যই GATE অর্থাৎ Graduate Aptitude Test এ উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং শারীরিক ভাবে সক্ষম হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীর GATE এ প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রধানত নিয়োগ করা হবে এবং বাছাই করা প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ দিতে।
আবেদন পদ্ধতি:
সংস্থার ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে নিজের তথ্য সমেত আবেদন জানাতে হবে। দিতে হবে আবেদন মূল্যও।
আবেদন ফি:
i) Reserved Category: ২০০ টাকা
ii) Unreserved Category: ৭০০ টাকা
ইন্টারভিউ এর দিন বা স্থান সম্পর্কে পরে জানানো হবে নিয়োগ হলে।
Official Website:
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।