কলেজে পড়তে পড়তে হাতখরচ তো সবার দরকার হয়। কিন্তু সেটার জন্য তো সঠিক উপায় প্রয়োজন যাতে ভালো ভাবে উপার্জন (Earning) করা যাবে। এর সাথেই আবার নিজের পড়াশোনার দিকেও খেয়াল রাখতে হবে। তাই এসব কথা মাথায় রেখে এমন কিছু উপার্জনের পদ্ধতি বা উপায় (Earning Ideas) নিয়ে এলাম যাতে পড়াশোনার পাশাপাশি খুব ভালোভাবে অর্থ উপার্জনও করা সম্ভব হবে।
1. ফ্রিল্যান্সিং(Freelancing):
যুগ বদলেছে। যুগের সাথে তাল মিলিয়ে বেড়েছে অনলাইনে আয় (Online Earning) করার উপায়। বাড়িতে বসেই এই কাজগুলি করা যায়। নিজের সুবিধা মত সময়ে করলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা হবেনা। এমনই একটি উপায় হলো ফ্রিল্যান্সিং (Freelancing) যার মাধ্যমে হাজার হাজার টাকা উপার্জন করা যায়।
কিন্তু অনেকেই জানেনা যে এই Freelancing আসলে কী? আসলে ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনি যে যে বিষয়ে দক্ষ সেগুলি সবই পরে অর্থাৎ কন্টেন্ট রাইটিং (Content Writing) হোক বা হোক ফটোগ্রাফি(Photography), আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে অজস্র ওয়েবসাইট (Website) অনলাইনে ছড়িয়ে আছে। সঠিক ওয়েবসাইটে পৌঁছে গেলেই পেতে পারেন উপার্জনের সুযোগ।
2. ফটোগ্রাফি(Photography):
আপনি কি ছবি তুলতে ভালোবাসেন? প্রকৃতির প্রেমে হারিয়ে যান? তবে আপনি এই পথটি বেছে নিতে পারেন উপার্জনের জন্য। অনলাইনে হোক বা হোক অফলাইনে(Online or Offline), প্রচুর ক্লায়েন্ট (Clients) পেয়ে যাবেন যাঁরা আপনার থেকে টাকার বিনিময়ে সুন্দর সুন্দর ছবি তোলাবে এবং ছবির বদলে দেবে মোটা অঙ্কের অর্থ। এই উপায়টি অবলম্বন করেও করতে পারেন প্রচুর আয়।
3. কোচিং সেন্টার(Coaching Centre):
উপার্জনের এই উপায়টি চিরাচরিত ভাবে চলে আসছে যা উপার্জনের ভীষণ ভালো একটি পথ। মাসের শেষে কামাতে পারবেন হাজার হাজার টাকা। ছোটো ছোটো বাচ্চাদের বা একটু বড়ো বাচ্চাদের নিয়ে খুলে ফেলতে পারেন বাড়িতেই একটি কোচিং সেন্টার(Coaching Center)। কোন কোন বিষয় পড়ানো হবে এবং বেতন মাফিক কত অর্থ নেবেন সেটি আলোচনাসাপেক্ষ বিষয়।
আপনি যদি ভালো ভাবে পড়াতে পারেন এবং আপনার কাছে পড়ে যদি আপনার ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল পায় তবে বাড়বে আপনার নামডাক এবং বৃদ্ধি পাবে আপনার ছাত্রছাত্রীর সংখ্যা। মাসের শেষে মোটা অঙ্কের টাকা উপার্জন করতে চাইলে অবশ্যই শুরু করতে পারেন কোচিং সেন্টার(Coaching Center)।
4. ডেলিভারি বয়/গার্ল(Delivery boy/girl):
সামান্য হাতখরচের জন্য নিজে স্বাবলম্বী (Independent) হতে চাইলে বেছে নিতে পারেন এই পথটি। আজকাল অনেক ছোট বড় ব্যবসার ক্ষেত্রেই রাখা হয় এই Delivery boy/girl দের। কোনো খাবারের অ্যাপ হোক কিংবা হোক Flipkart/Amazon এর মত বড়ো সংস্থা, সবার দরকার ডেলিভারি দেবার জন্য উপযুক্ত লোককে। অনলাইনে বেশিরভাগ সময়েই বিভিন্ন বিজ্ঞপ্তি বেরিয়ে থাকে কোম্পানিগুলির তরফ থেকে। খোঁজ নিয়ে দেখলেই আপনি পেয়ে যাবেন আপনার উপার্জনের রাস্তা তবে হ্যাঁ, যাতায়াতের সুবিধার্থে আপনার একটি বাইক/স্কুটি থাকা আবশ্যক!
5. ইউটিউব(YouTube):
বর্তমানে ইউটিউব (YouTube) উপার্জনের ভীষণ ভালো একটি উপায়। আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়েই শুরু করতে পারেন আপনার YouTube Channel! নাচ, গান, আবৃত্তি, ক্রাফটিং (Dancing, Singing, Rhyming, Crafting) এমনকি মানুষজনকে হাসানোর জন্যও অনেকে অনেকরকম উপায়ে ভিডিও বানান। সারাদিনের ব্যস্ততার পরে মানুষ অবসর সময়ে এই ভিডিওগুলি দেখে আনন্দ লাভ করেন। এভাবে ভিডিও বানাতে বানাতে আপনার Channel যখন Monetization লাভ করবে তখন অবশ্যই আপনি লাভ করবেন প্রচুর মুনাফা তবে তা সময়সাপেক্ষ।
ভিডিও বানানো বন্ধ করবেন না কোনোভাবেই এবং হার মেনে নেবেন না। অবশ্যই ফল পাবেন।
6. অ্যাপের মাধ্যমে আয় (Earning from Apps):
ইন্টারনেটের দুনিয়াতে (Internet World) এমন অনেক অ্যাপ আছে যেগুলি থেকে উপার্জন করা সম্ভব এবং বেশি সময়ও লাগেনা। এগুলি প্রধানত গেমের অ্যাপ(Game Apps)। এগুলি খেলে খুব সহজেই করতে পারেন অর্থ উপার্জন। এই ধরনের কিছু অ্যাপস হলো:
i) Task Mate App:
এই অ্যাপটি হলো Google এর একটি অ্যাপ যেখানে আপনি খুব সহজ কাজ করার মাধ্যমে করতে পারেন অর্থ উপার্জন(Money Earning)। এখানে বলা কয়েকটি Task ঠিকঠাক করলেই আপনি পাবেন টাকা।
কি রকমের Task? এই Task গুলি খুবই সহজ, যেমন – ছবিটি দেখে আপনাকে বলতে হবে ছবিটি অস্পষ্ট কিনা বা ছবিতে কী দেওয়া আছে? ইত্যাদি।
ii) Word Trip App:
এই App টি বর্তমানে বহুল প্রচলিত। Play Store পাওয়া এই অ্যাপটি থেকে বহুল অর্থ উপার্জন করা সম্ভব।
এই অ্যাপ এ কম করে 744 টাকা থাকলেও টাকা তুলতে পারবেন, App টি খুবই জনপ্রিয়, তাই প্রতারণার সম্ভাবনা খুবই কম। ভীষণই সহজ এই অ্যাপটি ব্যবহার করা।
উপরোক্ত সকল উপার্জনের উপায়ই কলেজের ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত। উপায়গুলো অবলম্বন করে দেখতে পারেন। ভালো উপার্জন করতে পারবেন।
-Written by Riya Ghosh