HomeScholarshipমেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়াদের জন্য সরকারের এই স্কলারশিপের ব্যাপারে জানুন বিস্তারিত।

মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়াদের জন্য সরকারের এই স্কলারশিপের ব্যাপারে জানুন বিস্তারিত।

রাজ্যের গরীব অথচ মেধাবী (Poor but Brilliant) পড়ুয়াদের পড়াশোনার জন্য একাধিক প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো ‘মেধাশ্রী প্রকল্প'(Medhashree Scholarship)। আজ এই প্রকল্পটির বিষয়ে বিস্তারিত জানবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে। আসুন জানা যাক।

এই মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা কত টাকা পান?
রাজ্য সরকার (State Government) পড়ুয়াদের প্রতি বছর ৮০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সরকারি বৃত্তি দেওয়া হত কিন্তু বর্তমানে সেই বৃত্তি বন্ধ হয়ে যাওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রকল্পটি কোন সংস্থার অন্তর্গত?
মেধাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের (Backward Classes Welfare Department, Govt. of West Bengal) অন্তর্গত।

এই প্রকল্পের সুবিধা কারা কারা পান?
i) এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র OBC ক্যাটাগরির পড়ুয়ারা পাবে।
ii) পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর OBC পড়ুয়ারা সরকার কর্তৃক প্রদান করা এই বৃত্তির সুবিধা পাবে।

আবেদনের শর্তাবলী:
i) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (Parmanent Citizen of West Bengal) হতে হবে।
ii) আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেনীভুক্ত হতে হবে।
iii) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় (Yearly Income) আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
iv) পড়ুয়া যেনো অবশ্যই কোনো সরকারি বা সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে পাঠরত হয়।
v) আবেদনকারী পড়ুয়ার নিজস্ব ব্যাংক একাউন্ট (Own Bank Account) থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:
i) পড়ুয়ার বিগত বছরের পরীক্ষার মার্কশিট(Marksheet of Previous Year)
ii) আধার কার্ড(Aadhaar Card)
iii) ব্যাংকের পাসবুক(Passbook of Bank)
iv) বাসস্থান শংসাপত্র(Address)
v) OBC শংসাপত্র
vi) পড়ুয়ার রঙিন পাসপোর্ট সাইজ ছবি(Passport Size Colouring Picture)
vii) পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট(Certificate of Yearly Income of the Family)

আবেদন প্রক্রিয়া:
পড়ুয়ারা অফলাইন (Offline) মাধ্যমে আবেদন করতে পারবে।

আবেদন প্রক্রিয়া:
i) সবার আগে পড়ুয়া বা তার অভিভাবককে মেধাশ্রী স্কলারশিপের (Medhashree Scholarship) ফর্ম সংগ্রহ করতে হবে।
ii) ফর্ম সংগ্রহের পর ফর্মটি সঠিকভাবে পূরণ করে ফিলাপ করে পড়ুয়া যে সরকারি বা সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়ে জমা করতে হবে।

ফর্মের সঙ্গে কোন কোন তথ্য জমা দিতে হবে পড়ুয়াকে?
i) Xerox of Caste Certificate
ii) Xerox of the first page of Passbook
iii) income Certificate of Family
iv) Mobile Number

ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলিও (Important Documents) জমা করতে হবে।
এরপর স্কুল কর্তৃপক্ষ ‘শিক্ষাশ্রী ও মেধাশ্রী’ পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের আবেদন জমা করতে পারবেন।

বৃত্তির পরিমাণ:
মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে OBC শ্রেণীভুক্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরদের প্রতিবছর ৮০০ টাকা করে প্রাক-মাধ্যমিক বৃত্তি দেওয়া হবে।

বিঃ দ্রঃ: যদি কোনো পড়ুয়া কোনো ক্লাসে অনুত্তীর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সেই পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবে না। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র পরবর্তী ক্লাসে উত্তীর্ণ পড়ুয়ারাই (Passed Students) পাবে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular