HomeJob updatesIndian Navy Vacancy: ভারতীয় নৌবাহিনীতে প্রচুর শূন্যপদে চাকরি, আবেদন চলছে

Indian Navy Vacancy: ভারতীয় নৌবাহিনীতে প্রচুর শূন্যপদে চাকরি, আবেদন চলছে

ভারতীয় নৌবাহিনীতে(Indian Navy) একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে এবং একাধিক শূন্য পদ রয়েছে । দেশের যে কোনও প্রান্তে বসেই এই পদগুলিতে আবেদন করা যাতে পারে। আবেদন করতে পারেন রাজ্যের আগ্রহী প্রার্থীরাও। আবেদন করতে কী কী লাগবে, জেনে নিন নির্বাচন প্রক্রিয়া সহ জেনে নিন সম্পূর্ণ তথ্য।

পদের নাম: ELECTRICAL FITTER

মোট শূন্যপদ:
ELECTRICAL FITTER এ মোট শূন্যপদ রয়েছে ৪২ টি,(UR-১৮ টি,OBC-৯টি,EWS- ৪ টি,SC-৮ টি,ST-৩ টি)।

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো বিশ্ব বিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা(physics),রসায়ন(chemistry), বা গণিত (mathematics)বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জনিয়ারিং ডিগ্রী সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন ।

পদের নাম: ENGINE FITTER

মোট শূন্যপদ:
ENGINE FITTER এ মোট শূন্যপদ রয়েছে ৪৬ টি।(UR-১৯ টি,OBC-১২ টি,EWS- ৫ টি,SC-৭ টি,ST-৩ টি)।

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো বিশ্ব বিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা,রসায়ন, বা গণিত বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জনিয়ারিং ডিগ্রী সার্টিফিকেট থাকা প্রয়োজন ।

এছাড়াও নৌ সেনার বিভিন্ন পদে একাধিক শূন্যপদে রয়েছে নিয়োগ এর সুযোগ।সম্মিলিত মোট শূন্যপদের সংখ্যা ৩৭২ টি।

মাসিক বেতন:

ভারতীয় সেনার নির্বাচিত প্রার্থীদের বেতন কমিশনের পে লেভেল অনুযায়ী ধার্য্য করা হবে।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। এছাড়াও তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক এবং যোগ্য চাকরি প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে এই আবেদন করতে পারবেন।আবেদন করার জন্য প্রার্থীকে নির্দিষ্ট ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন পক্রিয়া সম্পন্ন করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

আবেদন ফি:

সাধারণ জাতিভুক্ত ব্যাক্তি দের ২৭৮ টাকা আবেদন ফি জমা করতে হবে।এবং তপশীলি ব্যাক্তিদের কোনো আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি:

লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নৌ সেনায় নিয়োগ করা হবে।

সিলেবাস:

ভারতীয় নৌবাহিনী পরীক্ষায় মোট ১০০ নম্বরের হবে । কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে । Objective type question হবে।

সাধারণ বুদ্ধিমত্তা: ১০ নম্বর
সংখ্যাগত যোগ্যতা: ১০ নম্বর
ইংরেজি: ১০ নম্বর
সাধারণ সচেতনতা: ২০ নম্বর
এবং আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদে জন্য যে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির মধ্যে: ৫০ নম্বর

পরীক্ষার স্থান:

পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের এক্সাম সেন্টার হল কলকাতা ।

আবেদনের শেষ তারিখ:

ভারতীয় নৌবাহিনী পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ মে ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে ২৯ মে ২০২৩ পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular