HomeNewsDA ধর্মঘটে অংশ নেওয়া অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নবান্নর, কী করতে...

DA ধর্মঘটে অংশ নেওয়া অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নবান্নর, কী করতে চলেছে সরকার? জানুন

মহার্ঘভাতার(DA) দাবিতে গত ১০ মার্চ ছিল রাজ্যজুড়ে সরকারিকর্মচারীদের ধর্মঘট। বহু সরকারি কর্মচারীরা এইদিন অফিস এবং শিক্ষাকেন্দ্রে যোগদান করেননি। যারা এই দিন ধর্মঘটে যোগদান করে কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন না, তাদেরকে আগে থেকেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল নবান্নের তরফ থেকে। রীতিমত বিজ্ঞপ্তি জারি করে তাদেরকে সাবধান করে দেওয়া হয় এবং বিনা কারণে অনুপস্থিত থাকতে বারণ করা হয়। তা সত্বেও ডিএ আন্দোলনে অংশ নিয়েছিলেন বহু সরকারি কর্মচারীরা। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal State Government)।

অনুপস্থিত কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া গত শনিবার থেকে চালু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে অনুপস্থিত সরকারি কর্মচারীদের শোকজ নোটিশ (Show Cause Notice) পাঠানো শুরু হয়ে গিয়েছে। আগামী সোমবারের মধ্যে সবাইকেই শোকজ নোটিশ পাঠানো হবে বলে জানানো হয়েছে নবান্নর তরফ থেকে।

রাজ্য সরকার আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, ধর্মঘটের দিন যদি কোন সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে যোগদান না করেন তাহলে তার একদিনের বেতন কাটা যাবে এবং কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। এছাড়া অনুপস্থিত কর্মীদের শোকজ নোটিশ পাঠানো হবে এবং সন্তোষজনক কোন উত্তর না পেলে তাদের বিরুদ্ধে পরবর্তীকালে শৃঙ্খলামূলক পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। জেলাশাসকদের রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, অনুপস্থিতি সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। এদিন সরকারি কর্মচারীদের উপস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছিল। দুবার করে তাদের সই করানো হয় এটেন্ডেন্স শীটে।

এদিকে গত শুক্রবার রাজ্য সরকার বিবৃতি প্রকাশ করে জানায় যে, এই দিন সরকারি কর্মচারীদের উপস্থিতি ছিল প্রায় ৯০ শতাংশ এবং ধর্মঘট সফল হয়নি। তবে যৌথ মঞ্চের দাবি সম্পূর্ন আলাদা।তারা বলছেন নবান্নর প্রকাশিত এই উপস্থিতি তালিকা সম্পূর্ণটাই ভুয়ো, কারণ ওই দিন রাজ্যের বহু সরকারি কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular